Gen Bipin Rawat Last Rites : পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আজ চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত ও স্ত্রী-র শেষকৃত্য
Gen Bipin Rawat Last Rites Updates : সকাল ১১টা থেকে রাওয়াতের মরদেহ শায়িত থাকবে তাঁর বাসভবন ৩ নম্বর কামরাজ মার্গে। সাড়ে ১২টা পর্যন্ত শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ।
![Gen Bipin Rawat Last Rites : পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আজ চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত ও স্ত্রী-র শেষকৃত্য Gen Bipin Rawat Last Rites Today CDS' Mortal Remains Kept At His Delhi Residence Gen Bipin Rawat Last Rites : পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আজ চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত ও স্ত্রী-র শেষকৃত্য](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/10/8de31a60f2adbd01956c3752ffa83e45_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি : দিল্লি ক্যান্টনমেন্টের ব্রার স্কোয়ারে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আজ চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত (Gen Bipin Rawat Last Rites )ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতের(Madhulika Rawat) শেষকৃত্য সম্পন্ন হবে। তার আগে সকাল ১১টা থেকে রাওয়াতের মরদেহ শায়িত থাকবে তাঁর বাসভবন ৩ নম্বর কামরাজ মার্গে। সাড়ে ১২টা পর্যন্ত শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ। এরপর দুপুর ২টো পর্যন্ত শ্রদ্ধা জানাবেন সেনাকর্মী ও আধিকারিকরা। দুপুর ২টোয় সেখান থেকে শুরু হবে জেনারেল রাওয়াতের শেষযাত্রা। বিকেল ৪টেয় দিল্লি ক্যান্টনমেন্টের ব্রার স্কোয়ার শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে।
কপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ব্রিগেডিয়ার লখবিন্দর সিংহ লিড্ডারেরও। এক বছরেরও বেশি সময় ধরে CDS, জেনারেল বিপিন রাওয়াতের ডিফেন্স অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছিলেন তিনি। আজ দিল্লি ক্যান্টনমেন্টের ব্রার শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। বাবার পদাঙ্ক অনুসরণ করে সেনাবাহিনীতে যোগ দেন এল এস লিড্ডার। আর কয়েকদিন পরই নতুন দায়িত্বে আসার কথা ছিল। তাঁকে ব্রিগেডিয়ার থেকে মেজর জেনারেল পদে প্রোমোশন দেওয়ার সিদ্ধান্ত হয়ে গেছিল। CDS-এর ডিফেন্স অ্যাসিস্ট্যান্টের দায়িত্ব ছেড়ে ডিভিশন অফিসারের দায়িত্ব নেওয়ার কথা ছিল। তার আগেই তামিলনাড়ুতে কপ্টার-দুর্ঘটনা কেড়ে নিল এই সেনা অফিসারের প্রাণ।
আরও পড়ুন -
রাজপরিবারের মেয়ে ছিলেন মধুলিকা রাওয়াত, শোকের ছায়া মধ্যপ্রদেশের সোহাগপুরে
হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে CDS, জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী-সহ ১৩ জনের। বুধবার রাতে ওয়েলিংটন সেনা হাসপাতালেই রাখা ছিল বিপিন রাওয়াত ও ১২ জনের মৃতদেহ। পরদিন সকালে সেখান থেকে একে একে সবার কফিনবন্দি দেহ আনা হয় মাদ্রাজ রেজিমেন্টাল সেন্টারে। সেনাবাহিনীর তরফে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।
বৃহস্পতিবার শেষ শ্রদ্ধা জানাতে যান পৌঁছন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী M K স্টালিন। এরপর সন্ধেয় দিল্লির পালাম বিমানবন্দরে আনা হয় জেনারেল বিপিন রাওয়াত সহ বাকিদের কফনবন্দী দেহ। একে একে শ্রদ্ধা জানাতে সেখানে পৌঁছন প্রতিরক্ষামন্ত্রী, সেনাপ্রধান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। কিছুক্ষণ পর সেখানে পৌঁছয় প্রধানমন্ত্রীর কনভয়। শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)