Indian Air Force Day :যে কোনও চ্যালেঞ্জের মোকাবিলায় প্রস্তুত, বললেন বায়ুসেনা প্রধান
কু অ্যাপে নীতীন গড়কড়ি তাঁর শুভেচ্ছা বার্তায় লিখেছেন, মাতৃভূমির রক্ষার কাজে সদা তৎপর বায়ুসেনার জওয়ানদের কুর্ণিশ। ভারতীয় বায়ুসেনা দিবসে আন্তরিক শুভেচ্ছা।
নয়াদিল্লি: দেশজুড়ে পালিত হচ্ছে ৮৯তম বায়ুসেনা দিবস। গাজিয়াবাদের হিন্ডন ঘাঁটিতে প্রদর্শনীতে যোগ দিল সারঙ্গ হেলিকপ্টার টিম। উড়ল রাফাল, তেজস, সুখোইয়ের মতো যুদ্ধ বিমানও। বায়ুসেনা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতীন গড়কড়িও শুভেচ্ছা জানিয়েছেন।
নয়াদিল্লি: বায়ুসেনার ৮৯ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে এয়ার ফোর্স চিফ মার্শাল ভি আর চৌধুরী বলেছেন, কোনও বহির্শক্তি ভারতীয় ভূখণ্ড লঙ্ঘন করতে পারে না। তিনি বলেছেন, বর্তমানে যে পরিস্থিতির মুখোমুখি আমরা ,তাতে আমি খুবই সচেতন যে, একটা গুরুত্বপূর্ণ সময়ে দায়িত্ব গ্রহণ করেছি। আমাদের দেশকে জানাতে হবে যে, কোনও বহির্শক্তিকে ভারতীয় ভূখণ্ড লঙ্ঘন করতে দেওয়া হবে না।
বায়ুসেনা দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তার অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্টে লিখেছেন, বায়ুসেনা দিবসে আমাদের বায়ু-যোদ্ধা ও তাঁদের পরিবারবর্গকে শুভেচ্ছা। সাহস আর ভারতীয় বায়ুসেনা সমার্থক। দেশকে রক্ষা করা এবং চ্যালেঞ্জিং সময়ে মানবিক চেতনায় নিজেদের স্বতন্ত্র করে তুলেছে বায়ুসেনা।
৮৯ তম বায়ুসেনা দিবসের আগে সংবাদমাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে বায়ুসেনার প্রধান বলেন, থিয়েট্রালাইজেশন কর্মসূচীর প্রতি দায়বদ্ধ ভারতীয় সেনা এবং দেশের তিনটি বাহিনীর সঙ্গেই এই উদ্যোগ এগিয়ে নিয়ে যেতে হবে। এয়ার চিফ মার্শাল বলেছেন, পূর্ব লাদাখে যে কোনও নিরাপত্তা সংক্রান্ত হুমকির মোকাবিলায় প্রস্তুত বায়ুসেনা।
ভারতীয় বায়ুসেনার প্রতিষ্ঠা হয়েছিল ১৯৩২-এর ৮ অক্টোবর। ইংল্যান্ডের রয়্যাল এয়ার ফোর্সের সহায়ক শক্তি হিসেবে ব্রিটিশ ভারতে গড়ে গড়ে উঠেছিল এই বাহিনী। প্রথমে এর নাম ছিল রয়্যাল ইন্ডিয়ান এয়ার ফোর্স। স্বাধীনতা লাভের পর ভারত প্রজাতন্ত্র হিসেবে রূপান্তরিত হলে রয়্যাল শব্দটি বাদ পড়েছিল।
কু অ্যাপে নীতীন গড়কড়ি তাঁর শুভেচ্ছা বার্তায় লিখেছেন, মাতৃভূমির রক্ষার কাজে সদা তৎপর বায়ুসেনার জওয়ানদের কুর্ণিশ। ভারতীয় বায়ুসেনা দিবসে আন্তরিক শুভেচ্ছা।
কেন্দ্রীয় মন্ত্রী কিরণে রিজিজু-ও কু অ্যাপের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এই প্রসঙ্গে সুখোই এসইউ-৩০ এমকেআই বিমানে তাঁর উড়ানের স্মৃতির কথাও উল্লেখ করেছেন।