India Coronavirus : 'দেশের করোনা পরিস্থিতিতে ব্যথিত' সাহায্যের প্রতিশ্রুতি মাইক্রোসফট কর্তার
ট্যুইটারে তিনি লেখেন, '' ভারতের এই পরিস্থিতির জন্য আমি ব্যথিত । আমি আমেরিকার সরকারের কাছে কৃতজ্ঞ, ভারতকে সাহায্য করার জন্য ।''
ভারতে করোনা পরিস্থিতি নিয়ে এবার আশঙ্কা প্রকাশ করলেন মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা । এই পরিস্থিতিতে বিভিন্নভাবে সাহায্য করার বার্তা দিলেন তিনি । দেশের বিভিন্ন প্রান্তে অক্সিজেন সঙ্কট চরমে । এই পরিস্থিতিতে অক্সিজেন কনসেনস্টেশন ডিভাইস কিনে তাঁর সংস্থা ভারতকে সাহায্য করবে বলে জানিয়েছেন মাইক্রোসফটের সিইও। সত্য নাদেলা বলেছেন, দেশের এই পরিস্থিতিতে তিনি বেদনাহত। সেই সঙ্গে তিনি আমেরিকার সরকারকে ধন্যবাদ জানিয়েছেন । সঙ্কটকালে ভারতকে সাহায্যে করার কথা ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
ট্যুইটারে তিনি লেখেন, '' ভারতের এই পরিস্থিতির জন্য আমি ব্যথিত । আমি আমেরিকার সরকারের কাছে কৃতজ্ঞ, ভারতকে সাহায্য করার জন্য ।''
তিনি আরও লিখেছেন, মাইক্রোসফট সমস্ত রকম ভাবে এই পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে এবং প্রয়োজনীয় অক্সিজেন কনসেন্ট্রেশন ডিভাইস কিনে দেশকে সাহায্য করবে ।
ইতিমধ্যে আমেরিকা ভারতকে করোনা পরিস্থিতিতে সাহায্য করবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন । একটি ট্যুইট বার্তায় বাইডেন বলেন, গতবছর আমেরিকা যখন করোনা পরিস্থিতিতে তীব্র সঙ্কটে ছিল তখন ভারত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল । টুইট বার্তায় বাইডেন লিখেছেন, '' যেভাবে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে সাহায্য করেছিল গতবার অতিমারির সময়, আমরাও ভারতকে সেইভাবে সাহায্য করব ।
এই পরিস্থিতিতে বিশ্বের একাধিক বন্ধু-দেশ ভারতের জন্য উদ্বেগ প্রকাশ করেছে। পাশাপাশি সাহায্যের হাত বাড়িয়ে দিতে চেয়েছে। সাহায্যের হাত নিয়ে এগিয়ে এসেছে গুগলও। এর আগে গুগোল সিইও সুন্দর পিচাই টুইট করে জানান, চিকিৎসা সামগ্রী, অক্সিজেন এবং করোনা পরীক্ষার কিট কেনার জন্য ১৩৫ কোটি টাকা সাহায্যের ঘোষণা করা হয়েছে সংস্থার তরফে।
দেশে প্রথমবার সাড়ে ৩ লক্ষের গণ্ডি ছাড়াল করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা। ফের দৈনিক সংক্রমণে বিশ্বে সর্বকালীন রেকর্ড গড়ল ভারত।
দৈনিক মৃত্যুর সংখ্যাতেও রেকর্ড ভারতের। লাগাতার ২ দিন ধরে দৈনিক মৃত্যুর সংখ্যা তিনহাজার ছুঁইছুঁই।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৫২ হাজার ৯৯১ জন।
রবিবার দৈনিক আক্রান্তের সংখ্যাটা ছিল ৩ লক্ষ ৪৯ হাজার ৬৯১।শনিবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩ লক্ষ ৪৬ হাজার ৭৮৬ জন।
অর্থাত্, প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।
দেশে দৈনিক মৃত্যুর সংখ্যাও বেড়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ হাজার ৮১২ জনের।
রবিবার দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২ হাজার ৭৬৭। শনিবার দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২ হাজার ৬২৪। এক্ষেত্রেও প্রতিদিনই বাড়ছে দৈনিক মৃত্যুর সংখ্যা।
ভারতে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৯৫ হাজার ১২৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৭৩ লক্ষ ১৩ হাজার ১৬৩।
অ্যাকটিভ কেসের সংখ্যা ২৮ লক্ষ ১৩ হাজার ৬৫৮।