India Covid: দৈনিক আক্রান্ত সাড়ে আট হাজারেরও বেশি, আশঙ্কা কোভিড-গ্রাফে
Coronavirus in India: বুলেটিন অনুযায়ী গত কয়েকদিন ধরেই টানা বেড়ে চলেছে কোভিডের দৈনিক সংক্রমণের গতি।
নয়াদিল্লি: উদ্বেগ বাড়িয়ে আরও বৃদ্ধি ভারতের দৈনিক কোভিড (Covid) গ্রাফে। ফের বাড়ল দৈনিক কোভিড সংক্রমণ। এবার দৈনিক আক্রান্ত পেরোল সাড়ে আট হাজার। বুলেটিন অনুযায়ী গত কয়েকদিন ধরেই টানা বেড়ে চলেছে কোভিডের দৈনিক সংক্রমণের গতি।
ফের বাড়ছে কোভিড:
ফের কোভিড (Covid) মাথাচাড়া দিচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে। ইউরোপে, চিনে (China) কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে। তা নিয়ে উদ্বেগে সেই দেশগুলি। এবার সংক্রমণ বাড়ানোর ছবি ধরা পড়ছে ভারতেও। তৃতীয় ঢেউয়ের পর থেকে ক্রমশ নিম্নগামী ছিল ভারতের কোভিড সংক্রমণের গ্রাফ। কিন্তু গত কয়েকদিন ধরে সেটা ফের ঊর্ধ্বমুখী। সংখ্যার বিচারে তেমন না হলেও এই গতি দেখে উদ্বেগে রয়েছেন বিশেষজ্ঞরা। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে (Central Health Ministry) প্রকাশিত কোভিড বুলেটিনে দেখা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন সাড়ে আট হাজারেরও বেশি। গত শুক্রবারই যা ছিল সাড়ে সাত হাজার।
দেশের সর্বশেষ কোভিডগ্রাফ:
- কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৫৮২ জন।
- গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৮ হাজার ৩২৯।
- ভারতে এখন অ্যাক্টিভ করোনা আক্রান্ত ৪৪ হাজার ৫১৩ জন।
- গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪ জনের।
- গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১০। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৭৬১ জনের।
- গত ২৪ ঘণ্টায় ভারতে কোভিড সংক্রমণ মুক্ত হয়েছেন ৩ হাজার ৭৯১ জন।
- ভারতে এখন সুস্থ হওয়ার হার দাঁড়িয়ে ৯৮.৬৬ শতাংশে।
- রবিবারের বুলেটিন অনুযায়ী দেশে এখন কোভিড পজিটিভিটি রেট ২.৭১ শতাংশ।
কোভিড সংক্রণ ঠেকাতে জোরকদমে চলছে টিকাকরণ (Vaccination)। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। ভারতে এখন বুস্টার ডোজের (Booster Dose) প্রক্রিয়া চলছে। আইআইটির একটি গবেষক দলের দাবি ছিল, জুনেই ভারতে তৃতীয় ঢেউ আসতে পারে। ইদানিং ভারতে টানা সংক্রমণে ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। তৃতীয় ঢেউ কি আসছে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ইতিমধ্যেই প্রায় সবারই দুটি টিকা হয়েছে। এখন বুস্টার চলছে। পাশাপাশি নাবালকদেরও টিকাকরণ চলছে। ফলে কোভিড ঠেকানো নিয়ে আশাবাদী তাঁরা।
আরও পড়ুন: ভোররাতে দিল্লির করোলবাগে ভয়াবহ আগুন, এলাকায় ৩৯টি ইঞ্জিন
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )