India Covid-19 Update : দেশে একধাক্কায় বাড়ল করোনায় সংক্রমণ ও মৃতের সংখ্যা
Coronavirus Update : এদিকে উদ্বেগ বাড়িয়ে সম্প্রতি, IIT কানপুরের গবেষণা বলা হয়েছে, জুনেই তা আছড়ে পড়তে পারে। শিখরে পৌঁছবে অগাস্টে
নয়া দিল্লি : এক ধাক্কায় অনেকটাই বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ (Daily Covid Cases)। একইসঙ্গে বেড়েছে মৃতের সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Health Ministry) পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন, ৩ হাজার ২০৫ জন। গতকাল এই সংখ্যাটা ছিল ২ হাজার ৫৬৮ জন। তার আগের দিন অবশ্য আক্রান্তের সংখ্যা ছিল তিন হাজারের বেশি।
একনজরে দেশের কোভিড পরিস্থিত-
- কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩১ জনের।
- তার আগের দিন মৃতের সংখ্যা ছিল ২০ জন।
- গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২ হাজার ৮০২ জন।
- এর আগের দিন এই পরিসংখ্যানটা ছিল ২ হাজার ৯১১ জন।
- এই মুহূর্তে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৫০৯ জন।
- গতকাল ভারতে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১৯ হাজার ১৩৭।
#COVID19 | India reports 3,205 fresh cases, 2,802 recoveries, and 31 deaths in the last 24 hours. Active cases 19,509 pic.twitter.com/RGirRiGfCu
— ANI (@ANI) May 4, 2022">
এদিকে উদ্বেগ বাড়িয়ে সম্প্রতি, IIT কানপুরের গবেষণা বলা হয়েছে, জুনেই চতুর্থ ঢেউ আছড়ে পড়তে পারে। শিখরে পৌঁছবে অগাস্টে। তাণ্ডব চলতে পারে অক্টোবর পর্যন্ত। গাণিতিক গবেষণার মধ্যে দিয়ে কানপুর আইআইটির রিপোর্টে বলা হয়েছে, ২০২০-র ৩০ জানুয়ারি ভারতে প্রথম করোনা আক্রান্তের হদিশ মেলে। সেদিন থেকে ৯৩৬ দিন অর্থাৎ ২ বছর ১০ মাস পর আছড়ে পড়বে চতুর্থ ঢেউ। করোনার চতুর্থ ঢেউয়ের ক্ষেত্রে আফ্রিকার জিম্বাবোয়ের সঙ্গে ভারতের মিল পাচ্ছেন গবেষকরা। প্রশ্ন উঠেছে তাহলে কি দ্বিতীয় ঢেউয়ের মতো প্রাণঘাতী ও সংক্রামক হিসেবে আছড়ে পড়বে চতুর্থ ঢেউ? তৃতীয় ঢেউয়ের মতো ঝড়ের গতিতে ছড়াবে সংক্রমণ? IIT কানপুরের গবেষণায় এই সম্পর্কে তথ্য উঠে না এলেও, রিপোর্টে বলা হয়েছে, ভ্যাকসিনেশন, বুস্টার ডোজের উপর পরিস্থিতি অনেকটা নির্ভর করছে।