India Covid Update: দেশে গত ২৪ ঘণ্টায় বাড়ল করোনা সংক্রমণ ও মৃত্যু
India Covid Update : করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে । নতুন ভাইরাস আগের তুলনায় অনেক বেশি সংক্রামক, উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে হু...
নয়া দিল্লি : দেশে দৈনিক করোনা সংক্রমণ কিছুটা বাড়ল। গতকালের তুলনায় দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা বেড়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৭৭৪ জন। গতকাল এই সংখ্যাটা ছিল ৮ হাজার ৩১৮ জন।
তবে, এক ধাক্কায় মৃত্যু বেড়েছে অনেকটাই। গত একদিনে করোনা আক্রান্ত হয়ে ৬২১ জন রোগীর মৃত্যু হয়েছে। গতকাল এই সংখ্যাটা ছিল ৪৬৫ জন ।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৯ হাজার ৪৮১ জন। গতকাল এই সংখ্যাটা ছিল ১০ হাজার ৯৬৭ জন। অন্যদিকে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১,০৫,৬৯১। যা গত ৫৪৩ দিনের মধ্যে সবথেকে কম।
এদিকে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ নিয়ে আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে! নতুন ভাইরাস আগের তুলনায় অনেক বেশি সংক্রামক, উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে হু। প্রচলিত RT-PCR পদ্ধতিতে নতুন ভাইরাস ধরা না পড়ার সম্ভাবনা প্রবল, আশঙ্কায় চিকিত্সকরা। এই পরিস্থিতিতে রাজ্যগুলিকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কেন্দ্র।
এক করোনায় রক্ষে নেই, তার ওপর বার বার চরিত্র বদলাচ্ছে প্রজাতি। আতঙ্কের নাম ‘ওমিক্রন’। ভাইরোলজির পরিভাষায় B.1.1.529। করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট নিয়ে বিশ্বজুড়ে সতর্কতা। দক্ষিণ আফ্রিকা, বৎসোয়ানা, হংকং, ইজরায়েল, ব্রিটেনে মিলেছে এই ভাইরাসের নতুন প্রজাতির হদিশ। যাকে ‘ওমিক্রন’ নামে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
উদ্বেগ প্রকাশ করে WHO-র দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক অধিকর্তা পুনম ক্ষেত্রপাল সিংহ জানিয়েছেন, নতুন ভাইরাস আগের তুলনায় অনেক বেশি সংক্রামক। সংক্রমণ রুখতে সতর্ক থাকতে হবে সব দেশকে। বিশেষজ্ঞরা বলছেন, প্রায় ৫০ বার জিনের বিন্যাস বদলে তৈরি হয়েছে এই ভাইরাস। যার মধ্যে ৩২ বার বদলেছে স্পাইক প্রোটিনের চরিত্র।