India Daily COVID Update: দৈনিক সংক্রমণে এক দিনে প্রায় ২০ হাজার পতন, মৃত্যু এখনও ৩০০-র উপরেই
India Daily COVID Update: তবে দৈনিক সংক্রমণে পতন ঘটলেও, দৈনিক মৃত্যু এখনও উদ্বেগজনক জায়গায় রয়েছে। সোমবারে ৩৮৫ জন করোনা রোগীর মৃত্যুর হিসেব মিলেছিল। এ দিন তা সামান্য কমে হয়েছে ৩১০ (COVID Deaths)।
নয়াদিল্লি: দেশের দৈনিক করোনা সংক্রমণের (Daily COVID Cases) সূচকে সামান্য পতন। সোমবারের তুলনায় মঙ্গলবার দৈনিক সংক্রমণ প্রায় ৭ শতাংশ নেমে গেল। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় নোভেল করোনাভাইরাসে (Novel Coronavirus) সংক্রমিত হয়েছেন ২ লক্ষ ৩৮ হাজার মানুষ। তার ফলে সংক্রমণের হারও ১৯.৬৫ শতাংশ থেকে কমে ১৪.৪৩ শতাংশ হল।তবে দেশে অতি সংক্রামক ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮ হাজার ৮৯১, গতকালের হিসেবের চেয়ে যা ৮.৩১ শতাংশ বেশি।
তবে দৈনিক সংক্রমণে পতন ঘটলেও, দৈনিক মৃত্যু এখনও উদ্বেগজনক জায়গায় রয়েছে। সোমবারে ৩৮৫ জন করোনা রোগীর মৃত্যুর হিসেব মিলেছিল। এ দিন তা সামান্য কমে হয়েছে ৩১০ (COVID Deaths)। সবমিলিয়ে করোনার প্রকোপে দেশে এখনও পর্যন্ত ৪ লক্ষ ৮৬ হাজার ৭৬১ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Ministry of Health and Family Welfare) যে পরিসংখ্যান (India Daily COVID Updates) প্রকাশ করেছে, তা অনুযায়ী, এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৭ লক্ষ ৩৬ হাজার ৬২৮।
কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ লক্ষ ৫৭ হাজার ৪২১ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। সবমিলিয়ে দেশের মোট কোভিড আক্রান্ত রোগীর ৩ কোটি ৫৩ লক্ষ ৯৪ হাজার ৮৮২ জন করোনা থেকে সেরে উঠেছেন। এই মুহূ্র্তে দেশে সুস্থতার হার ৯৪ শতাংশ।
আগের দিনের তুলনায় এ দিন গত ২৪ ঘণ্টায় ৩ লক্ষ ৩৫ হাজার বেশি নমুনা পরীক্ষা হয়েছে। তার পরেও আক্রান্তের সংখ্যা কম হওয়াকে ইতিবাচক দিক থেকেই দেখছেন চিকিৎসকেরা। কিন্তু ওমিক্রন আক্রান্তের সংখ্যা যে ভাবে বেড়ে চলেছে, তা দুশ্চিন্তায় বাড়াচ্ছে।
এর আগে, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR) জানিয়েছিল, উপসর্গ না থাকলে করোনা রোগীর সংস্পর্শে এলেই পরীক্ষা করানোর দরকার নেই। কিন্তু আইসিএমআর-এর এই নির্দেশিকা গিরে সমালোচনা শুরু হয়। এতে করোনা আক্রান্তের সঠিক সংখ্যা জানা যাবে না বলে আশঙ্কা প্রকাশ করেন চিকিৎসকেরা। এখনও পর্যন্ত গোটা দেশে ১৫৮ কোটি করোনার টিকা দেওয়া হয়েছে।