India Corona Update: দেশে করোনায় কমল দৈনিক মৃত্যু, একদিনে সুস্থতার সংখ্যা ১ হাজার ৫৯৪
গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ২৩৩। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩১। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২১ হাজার ১২৯ জনের।
নয়াদিল্লি: দেশে করোনায় ফের কমল দৈনিক মৃত্যু (Daily Death Toll) ও আক্রান্তের সংখ্যা (Daily Corona Case)। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ২২৫ জন। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ২৮ জনের।
দেশের করোনা গ্রাফ: গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ২৩৩। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩১। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২১ হাজার ১২৯ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লক্ষ ২৪ হাজার ৩৪০। একদিনে সুস্থতার সংখ্যা ১ হাজার ৫৯৪। দেশে বর্তমানে অ্যাক্টিভ কেসের (Active Case) সংখ্যা ১৪ হাজার ৩০৭।
COVID19 | India records 1,225 new cases, 28 deaths and 1,594 recoveries in the last 24 hours; Active caseload stands at 14,307 pic.twitter.com/NcxNbjR401
— ANI (@ANI) March 31, 2022
রাজ্যের করোনা চিত্র: অন্যদিকে, ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৩৭ জন। এ নিয়ে রাজ্যে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২০,১৭,৩১৫ জন। রাজ্য স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) বুধবারের সরকারি বুলেটিন অনুযায়ী একদিনে রাজ্যে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৬৬ জন। সবমিলিয়ে রাজ্যে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১৯,৯৫,৪৮২ জন। উল্লেখ্য, এই সময়পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে কারও মৃত্যু হয়নি। এই নিয়ে পরপর ৮ দিন রাজ্যে করোনায় কেউ প্রাণ হারাননি। যা কার্যত অনেকটাই স্বস্তির রাজ্যবাসীর কাছে।
বিশ্বের পরিসংখ্যান: বিশ্বে ফের বাড়ল কোভিডে (Covid-19) মৃত্যু সংখ্যা। যা নিয়ে এবার ফের উদ্বেগ প্রকাশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। কারণ প্রায় ৪৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে মৃত্যু। হু-এর সাপ্তাহিক বুলেটিনে বলা হয়েছে, "জানুয়ারির শেষ থেকে ২০২২ মার্চের শুরুর মধ্যে নতুন করে কোভিড বেড়েছে প্রায় অনেকটাই। পরপর দুই সপ্তাহে বেড়েছে করোনা (Coronavirus) মৃত্যুর সংখ্যা। করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও ৪ হাজার ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বব্যাপী মোট মৃত্যু হয়েছে ৬১ লাখ ৫৫ হাজার ৮৩১ জনের। এ ছাড়া নতুন করে আরও ১৫ লাখ ৪৮ হাজার ৭৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। মোট আক্রান্ত হয়েছেন ৪৮ কোটি ৪৯ লাখ ৮২ হাজার ৮১৮ জন।