India Corona Update: ফের বাড়ল করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা, মৃত্যু ৩৩ জনের
গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৪৫১। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৫৪। দেশে বর্তমানে অ্যাক্টিভ কেসের (Active Case) সংখ্যা ১৫ হাজার ৭৯। দৈনিক পজিটিভিটি রেট (Positivity Rate) ০.৫৬ শতাংশ।
নয়াদিল্লি: দেশে ফের বাড়ল করোনায় (Corona) দৈনিক আক্রান্তের সংখ্যা (Daily Case)। তবে সামান্য কমল দৈনিক মৃত্যু। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Family Welfare, Government of India) পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫২৭ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৩ জনের।
দেশের করোনা পরিসংখ্যান: গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৪৫১। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৫৪। দেশে বর্তমানে অ্যাক্টিভ কেসের (Active Case) সংখ্যা ১৫ হাজার ৭৯। দৈনিক পজিটিভিটি রেট (Positivity Rate) ০.৫৬ শতাংশ। এই নিয়ে দেশে এখনও পর্যন্ত করোনায় (Corona) মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২২ হাজার ১৪৯ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লক্ষ ৫৪ হাজার ৯৫২।
ফের চোখ রাঙাচ্ছে করোনা। প্রতি ঘণ্টায় দেশে গড়ে অন্তত ১০০ জন করে সংক্রমিত হচ্ছেন। তাহলে কি দেশে করোনার চতুর্থ ঢেউ আসন্ন? তৃতীয় ঢেউ যাওয়ার পর থেকে, করোনা-সতর্কতা ভুলেছেন অনেকেই। মুখ থেকে নেমেছে মাস্ক। উধাও সামাজিক দূরত্ব। ট্রেনে-বাসে বাদুরঝোলা ভিড়। যাদের সিংহভাগই মাস্কহীন। এই ছবি অনেকের মনেই আশঙ্কা তৈরি করেছে। একশ্রেণির মানুষের অসতর্কতার সুযোগে, গতবছর ঠিক এই সময়েই, ভারতে আছড়ে পড়ে করোনার দ্বিতীয় ঢেউ। প্রাণ যায় লক্ষ লক্ষ মানুষের। এবছরের শুরুতেই আছড়ে পড়েছিল করোনার তৃতীয় ঢেউ, যা ঝড়ের গতিতে ছড়িয়েছিল। মাঝে একটু থিতু হলেও, ফের মাথাচাড়া দিয়েছে করোনা।
একটানা ৩ দিন দেশে ২ হাজারের সংখ্যা পেরোচ্ছে সংক্রমণ। এতেই কি চতুর্থ ঢেউয়ের আভাস দিচ্ছে? চিকিৎসকদের মতে, প্রত্যেকবারই করোনা থাবা বসিয়েছে, অসতর্কতার ফাঁক গলে। এখনও বহু মানুষের মধ্যে ঠিক সেরকমই ঢিলেঢালা মনোভাব দেখা যাচ্ছে। এখনই সতর্ক না হলে, বিপদ আরও বাড়তে পারে।