Insurance: না বুঝে বিমা পলিসি কিনছেন ? জেনে নিন, কোনটা আপনার জন্য ভাল
Life Insurance: অনেক ক্ষেত্রেই এই ভুল করে থাকেন বিনিয়োগকারীরা। বিমা করতে গিয়ে কেবল এজেন্টের কথায় বিশ্বাস করেন তাঁরা।
Life Insurance: অনেক ক্ষেত্রেই এই ভুল করে থাকেন বিনিয়োগকারীরা। বিমা করতে গিয়ে কেবল এজেন্টের কথায় বিশ্বাস করেন তাঁরা। তাই বিমার পাশাপাশি আর্থিক প্রযোজনীয়তাও মেটাতে পারে না পরিবারগুলি। আগে জানুন, কোন পলিসি আপনার জন্য লাভদায়ক।
Insurance: প্রত্যেকেই তাদের আর্থিক চাহিদা মেটাতে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে। অবসর গ্রহণের আগে বা পরে প্রত্যেকেরই আর্থিক নিরাপত্তা প্রয়োজন। কেউ কেউ এই বিমায় মৌলিক চাহিদা মেটানোর স্বপ্ন দেখেন। আবার কেউ কেউ এটিকে তাদের লক্ষ্য পূরণের জন্য আর্থিক তহবিল হিসাবে দেখেন।
Investments: আপনি যদি আর্থিক চাহিদা মেটাতে চান তাহলে বিমা এক্ষেত্রে অনেক সাহায্য করতে পারে। আপনি যদি বিমা নিতে চান, তবে বাজারে অনেকগুলি বিকল্প রয়েছে। বিমার বিষয়ে Policybazaar.com -এর সহ-প্রতিষ্ঠাতা ও চিফ বিজনেস অফিসার জেনারেল ইন্স্যুরেন্স তরুণ মাথুরের কাছ থেকে কীভাবে সঠিক বিমা ও সম্পূর্ণ কভারেজ পাবেন তার সম্পূর্ণ বিবরণ জেনে নিন। এখানে রইল বিবরণ।
Insurance Policy: কর্পোরেট পলিসি ছাড়াও ব্যক্তিগত স্বাস্থ্য বিমা পলিসি প্রয়োজন
অনেক কোম্পানিই কর্মীদের জন্য বিমা কভারেজ দিয়ে থাকে। যদিও এই বিমা কর্মী ও তার পরিবারের সদস্যদের জন্য বড় কভারেজ দেয় না। এই কারণে, একটি ভাল রিটেইল স্বাস্থ্য বিমা পলিসি নেওয়া উচিত। আজকের ক্রমবর্ধমান স্বাস্থ্যপরিষেবা খরচ ও ব্যক্তিদের বিভিন্ন স্বাস্থ্যের চাহিদার পরিপ্রেক্ষিতে কেবল মৌলিক কোম্পানি বিমার ওপর নির্ভর করা যথেষ্ট নয়। তাই নিরাপত্তা স্তর বাড়ানোর জন্য একটি সম্পূর্ণ খুচরো স্বাস্থ্য বিমা পলিসি বিবেচনা করা প্রয়োজন।
Insuarance Policy: কেন একটি ব্যক্তিগত স্বাস্থ্য বিমা পলিসি থাকা গুরুত্বপূর্ণ ?
১ কম টাকার বিমা বা পলিসির আওতায় উন্নত চিকিৎসা পরিষেবা যুক্ত না করা একটি বড় ভুল। এর ফলে আপনার অর্থ অল্প সময়ের মধ্যেই নষ্ট হতে পারে। মনে রাখবেন, কখন কী হয় কেউ বলতে পারে না। জটিল রোগে বড় তহবিলের প্রয়োজন।
২ কোম্পানির বিমা পরিকল্পনায় সাধারণত হাসপাতালে ভর্তির সময় রুম ভাড়ার জন্য প্রায় 5,000 টাকার সীমা থাকে। এক্ষেত্রে আপনাকে অতিরিক্ত টাকা দিতে হতে পারে।
৩ কোম্পানির অফার করা বিমা পরিকল্পনা আপনাকে শুধুমাত্র নির্দিষ্ট কিছু হাসপাতালে যাওয়ার অনুমতি দিতে পারে, যেখানে তারা সরাসরি বিল পরিশোধ করবে। কিন্তু আপনি যদি অন্য কোনও হাসপাতালে যেতে চান, তাহলে আপনাকে প্রথমে হাসপাতালের বিল নিজেই পরিশোধ করতে হবে ও তারপর সেই টাকা ফেরত পাবেন। সেই ক্ষেত্রে বিমা কোম্পানিকে পুরো প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
৪ আপনার পলিসিতে পরিবারের কভার নাও থাকতে পারে। সেই পরিস্থিতিতে একটি ব্যক্তিগত বিমা পলিসি আপনাকে সাহায্য করতে পারে।
Term Insuarance: পরিবারের জন্য টার্ম লাইফ ইনস্যুরেন্স
টার্ম লাইফ ইনস্যুরেন্স আপনার জন্য আরও সহায়ক হতে পারে। এই পলিসি শুধুমাত্র আপনার নির্ভরশীলদের উচ্চ শিক্ষার মতো জীবনের গুরুত্বপূর্ণ পর্যায়ে আর্থিক সাহায্যের বিষয়টি নিশ্চিত করবে না, পাশাপাশি পরিবারের আর্থিক সমস্যা সময় পাশে দাঁড়াবে।
১ স্ট্রং টার্ম প্ল্যান অত্যন্ত সাশ্রয়ী, 1 কোটি থেকে 5 কোটি টাকা পর্যন্ত কভারেজ অফার করে এবং কোনও ম্যাচুরিটির সুবিধা দেয় না
টার্ম রিটার্ন অফ প্রিমিয়াম (TROP) প্ল্যানগুলি মেয়াদপূর্তিতে পলিসিধারককে প্রদত্ত প্রিমিয়াম ফেরত দেয়, তবে রেগুলার পরিকল্পনার চেয়ে 2 গুণ বেশি খরচ হয়৷
২ নো কস্ট রিটার্ন প্ল্যানে এককালীন টাকা তোলার বিকল্পের সঙ্গে আসে। এই ক্ষেত্রে প্রদত্ত সব প্রিমিয়ামও ফেরত দেয় কোম্পানি। কিন্তু তাতেও খরচ রেগুলার টার্ম প্ল্যানের মতোই দিতে হয়।
৩ ইনডিপেন্টেন্ট হাউজওয়াইফ টার্ম প্ল্যান একজন গৃহিণীকে লাইফ কভার দেয়। সেই ক্ষেত্রে তার স্বামী বা স্ত্রীর কোনও পলিসি থাকুক বা না থাকুক সেদিকে দেখে না কোম্পানি।
৪ বিনিয়োগ সহ বিমা পলিসি
আর্থিক নিরাপত্তা ছাড়াও বিমা পলিসি অর্থ জমা করার একটি ভাল বিকল্প হতে পারে। আপনি আপনার অবসর জীবন নিরাপদ করতে বা আপনার সন্তানের শিক্ষার জন্য অর্থ সঞ্চয় করতে চাইলে এটি সঠিক পরিকল্পনা।
৫ কোন ঝুঁকি নিশ্চিত রিটার্ন
বাজারে এখন উপলব্ধ নতুন ধরনের গ্যারান্টিযুক্ত রিটার্ন স্কিমগুলি 7 থেকে 7.5 শতাংশ রিটার্ন দেয়। যা ঐতিহ্যগত স্কিমগুলির মধ্যে সর্বোচ্চ হার। এই রিটার্নগুলি 5 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক প্রিমিয়াম পর্যন্ত একেবারে করমুক্ত। ধরুন আপনি 5 বছরের জন্য এই স্কিমগুলিতে প্রতি মাসে 20,000 টাকা বিনিয়োগ করেন, তাহলে 5 বছরের শেষে আপনি 12 লক্ষ টাকা বিনিয়োগ করবেন। সেই ক্ষেত্রে দশম বছরে আপনার হাতে প্রায় 20.5 লক্ষ টাকা থাকতে পারে৷
ইউনিট-লিঙ্কড বিমা পলিসি
ইউনিট-লিঙ্কড বিমা পলিসিগুলি সেই বিনিয়োগকারীদের জন্য, যারা ঝুঁকি নিতে চান। এই স্কিমগুলি বাজারের ঝুঁকি সাপেক্ষ, যখন বাজারের উত্থান হয়, এই স্কিমগুলি সাধারণত ভাল রিটার্ন দেয়৷ কখনও কখনও এই স্কিমগুলির অধীনে 12 থেকে 15 শতাংশ রিটার্ন পাওয়া যায়। এর পাশাপাশি এটি কর সাশ্রয়েও সাহায্য করে।
আরও পড়ুন: Insurance: পলিসিহোল্ডারের মৃত্যু হলেও পাবেন না কিছুই ! কোন পথে গেলে মিলবে টাকা ?