IRCTC Lounge: রেলের যাত্রীদের বিমানবন্দরের মতো সুবিধা, ঘণ্টায় দিতে হবে ৯৯ টাকা
IRCTC Executive Lounge Facility: ট্রেনের অপেক্ষায় প্লাটফর্মে বসে ঘামতে হবে না। এবার রেল স্টেশনের যাত্রীরাও পাবেন বিমানবন্দরের যাত্রীদের মতো সুযোগ-সুবিধা।
IRCTC Executive Lounge Facility: ট্রেনের অপেক্ষায় প্লাটফর্মে বসে ঘামতে হবে না। এবার রেল স্টেশনের যাত্রীরাও পাবেন বিমানবন্দরের যাত্রীদের মতো সুযোগ-সুবিধা। দেশের বড় রেলস্টেশনে এক্সিকিউটিভ লাউঞ্জের সুবিধা শুরু করেছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC)। জেনে নিন লাউঞ্জে কী কী সুবিধা পাবেন আপনি। কত টাকা দিতে হবে তার জন্য।
IRCTC Lounge: যাত্রী সুবিধায় কী পরিষেবা ?
এক কথায় দেশের লাইফলাইন ইন্ডিয়ান রেলওয়ে। প্রতিদিন হাজার হাজার ট্রেন চলাচল করে যাত্রী পরিষেবায়। এমন পরিস্থিতিতে কোটি কোটি যাত্রী তাদের গন্তব্যে পৌঁছনোর জন্য ট্রেনে যাতায়াত করেন। এই বিপুল সংখ্যক যাত্রী সুবিধায় আরও এক ধাপ এগোল IRCTC। এবার থেকে লাউঞ্জে আরামে বসে ট্রেনের জন্য অপেক্ষা করতে পারবেন যাত্রীরা।
IRCTC Executive Lounge Facility: দেশের বড় স্টেশনগুলিতে এই সুবিধা
স্টেশনে সময়মতো পৌঁছলেও অনেক সময় পাওয়া যায় না ট্রেন। ট্রেন বেশি দেরি করলে বৃদ্ধ বা শিশুদের নিয়ে সমস্যায় পড়তে হয় যাত্রীদের। এই সমস্যার সমাধানের জন্য রেলের বড় স্টেশনগুলিতে এক্সিকিউটিভ লাউঞ্জের সুবিধা শুরু হয়েছে। IRCTC-র এক্সিকিউটিভ লাউঞ্জে যাত্রীরা বিমানবন্দরের লাউঞ্জের মতোই সুবিধা পাবেন।
IRCTC Lounge: এইসব স্থানে এক্সিকিউটিভ লাউঞ্জের সুবিধা পাওয়া যাবে
দেশের অনেক রেলস্টেশনে এক্সিকিউটিভ লাউঞ্জের সুবিধা পাবেন। দিল্লির পাহাড়গঞ্জ স্টেশনে এই সুবিধা রয়েছে। আপনি এই এক্সিকিউটিভ লাউঞ্জ সুবিধাটি দিল্লি রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্ম-1, পাহাড়গঞ্জের পাশে ও প্রথম তলায় ITB অফিসের কাছে ও 16 নম্বর প্ল্যাটফর্মের কাছে পাবেন। এছাড়াও, আপনি আমদাবাদ রেলওয়ে স্টেশন, জয়পুর রেলওয়ে স্টেশন, বারাণসী, শিয়ালদহ, কলকাতা (কলকাতা) রেলওয়ে স্টেশন, মুম্বই স্টেশনে এই সুবিধা পাবেন।
IRCTC Executive Lounge Facility: এক্সিকিউটিভ লাউঞ্জে লাগবে কত টাকা
দিল্লির প্ল্যাটফর্ম নং-16-র এক্সিকিউটিভ লাউঞ্জে এক ঘণ্টা থাকার জন্য আপনাকে 150 টাকা ফি দিতে হবে। এর পর ঘণ্টায় 99 টাকা দিতে হবে। এর পাশাপাশি যাত্রীরা চা-কফি, ম্যাগাজিন, খবরের কাগজ, ট্রেনের তথ্য, টয়লেট, বাথরুম ইত্যাদি সুবিধা পাবেন। আপনি এখানে বিনামূল্যে Wi-Fi এর সুবিধা পাবেন। আপনি যদি ডিলাক্স রেস্টিং স্যুটের সুবিধা পেতে চান, তাহলে আপনাকে 2 ঘণ্টার জন্য 500 টাকা ফি দিতে হবে।
খাবারের জন্য এত টাকা দিতে হবে-
সকালের জলখাবার - 250 টাকা (নিরামিষ)
সকালের জলখাবার - 300 টাকা (আমিষ)
দুপুরের খাবার - 325 টাকা (নিরামিষ)
দুপুরের খাবার - 385 টাকা (নিরামিষ)
রাতের খাবার - 325 টাকা (নিরামিষ)
রাতের খাবার - 385 টাকা (নিরামিষ)
IRCTC Lounge: কীভাবে এক্সিকিউটিভ লাউঞ্জ বুক করবেন ?
IRCTC-র এক্সিকিউটিভ লাউঞ্জ বুক করতে আপনাকে IRCTC-র অফিশিয়াল ওয়েবসাইটে ক্লিক করতে হবে। এর পরে IRCTC এক্সিকিউটিভ লাউঞ্জ সুবিধার বিকল্পটি নির্বাচন করে, সেই অনুযায়ী আপনার বুকিং করুন।