Kashmir Terrorist Attack: জম্মু ও কাশ্মীরের বান্দিপোরায় জঙ্গি হামলা, নিহত দুই পুলিশ কর্মী
Terrorist Attack in Jammu Kashmir:এই জঙ্গি হামলায় মহম্মদ সুলতান ফৈয়াজ আহমেদ জখম হন। সঙ্গে সঙ্গেই তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা পুলিশের দুই জওয়ানকে মৃত ঘোষণা করেন।
Terrorist Attack in Jammu Kashmir: জম্মু ও কাশ্মীর বান্দিপোয়ার গুলশন চকে পুলিশ কর্মীদের ওপর নারকীয় হামলা চালাল জঙ্গিরা। এই হামলায় দুই জওয়ানের মৃত্যু হয়েছে। জম্মু ও কাশ্মীরের পুলিশ সূত্রে পাওয়া খবর অনুয়ায়ী, এই জঙ্গি হামলায় মহম্মদ সুলতান, ফৈয়াজ আহমেদ নামে দুই পুলিশ কর্মী জখম হন। সঙ্গে সঙ্গেই তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা পুলিশের দুই জওয়ানকে মৃত ঘোষণা করেন। হামলাকারী জঙ্গিদের সন্ধানে তল্লাশি শুরু করেছে নিরাপত্তা বাহিনী। পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে।
বান্দিপোরায় গুলশন চকে এই জঙ্গি হামলার নিন্দা করেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তিনি বলেছেন, উত্তর কাশ্মীরের বান্দিপোরা এলাকায় পুলিশ কর্মীদের ওপর জঙ্গি হামলার নিন্দা করছি। এই হামলায় জম্মু ও কাশ্মীর পুলিশের দুই জওয়ান মহম্মদ সুলতান ও ফৈয়াজ আহমেদের মৃত্যু হয়েছে। তাঁদের আত্মার শান্তি কামনা করছি। তাঁদের পরিবার যেন এই শোক সামলানোর শক্তি অর্জন করতে পারে, সেই প্রার্থনা জানাচ্ছি।
উল্লেখ্য, এর আগে জম্মু ও কাশ্মীরের সোপিয়ান জেলায় গত ৮ ডিসেম্বর নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ে মৃত্যু হয়েছিল তিন জঙ্গির। পুলিশের এক আধিকারিক জানিয়েছিলেন যে, সোপিয়ানের চক-এ-চোলান গ্রামে জঙ্গিদের থাকার কথা জানতে পেরে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। ওই এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে নিরাপত্তা বাহিনী। এরইমধ্যে জঙ্গিরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী। দুই পক্ষের গুলির লড়াই শুরু হয়ে যায়। জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলা হয়। কিন্তু আত্মসমর্পন করেনি জঙ্গিরা। গুলির লড়াই চালিয়ে যায় তারা। পুলিশের আধিকারিক জানান, দুই পক্ষের মধ্যে দিনভর গুলির লড়াই চলে। শেষপর্যন্ত তিন জঙ্গির নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয়। তিন জঙ্গির পরিচয় জানা যায়। পুলিশ জানিয়েছে, ওই তিন জঙ্গি হল আমির হুসেন, রইস আহমেদ ও হাসিব ইউকুব।