Maharashtra Floor Test Result: আস্থাভোটে জয়ী শিণ্ডে-দেবেন্দ্র, হার উদ্ধব শিবিরের
Maharashtra Politics: বিধানসভায় আস্থাভোটে জয়ী একনাথ শিণ্ডে-দেবেন্দ্র ফড়ণবীশ সরকার
মুম্বই: বিধানসভায় আস্থাভোটে জয়জয়কার একনাথ শিণ্ডে-দেবেন্দ্র ফড়ণবীশ সরকারের। রবিবার স্পিকার নির্বাচনেও উদ্ধব শিবিরের জোটকে হারিয়েছিল বিজেপি (BJP)-শিণ্ডে শিবির। একইভাবে সোমবারের আস্থাভোটেও (Trust Vote) জোটকে পরাস্ত করল তারা। জয় নিয়ে গোড়া থেকেই আত্মবিশ্বাসী ছিলেন দেবেন্দ্র ফড়ণবীশ (Devendra Fadnavis)। জল্পনা বাড়িয়ে আস্থাভোটে গরহাজির কংগ্রেসের (Congress) পাঁচ বিধায়ক।
View this post on Instagram
শক্তি প্রদর্শন শিণ্ডে শিবিরের:
মোট আসন সংখ্যা ২৮৭, ম্যাজিক ফিগার ১৪৪। জল্পনা বাড়িয়ে ৮ কংগ্রেস-এনসিপি বিধায়ক বিধান পরিষদে পৌঁছলেন দেরিতে। শিণ্ডেই হবেন শিবসেনার পরিষদীয় দলনেতা। ভারত গোগাওয়ালে হবেন বিধানসভার মুখ্য সচেতক। জানানো হয়েছে মহারাষ্ট্র বিধানসভার সচিবালয়ের তরফে। উদ্ধব শিবিরের বিধায়ক অজয় চৌধুরীর নিয়োগ খারিজ করা হয়েছে। শিণ্ডে শিবিরের দাবি, তাদের পক্ষে ১৭৫ জন বিধায়কের সমর্থন রয়েছে। উদ্ধব শিবির থেকে যোগ দিলেন কালামনুরির শিবসেনা বিধায়ক সন্তোষ বাঙ্গার।
টানটান নাটকের পরে অবশেষে মহারাষ্ট্রে পালাবদল হয়েছে। মুখ্যমন্ত্রীত্ব থেকে সরেছেন উদ্ধব ঠাকরে। বিজেপিকে সঙ্গে নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদে বসেছেন শিবসেনার বিদ্রোহী বিধায়ক একনাথ শিণ্ডে। তারপরেই মহারাষ্ট্র বিধানসভায় দুই দিনের বিশেষ অধিবেশন শুরু হয়েছে। রবিবার প্রথম দিনে স্পিকার নির্বাচনে উদ্ধব-কংগ্রেস-এনসিপি জোটের প্রার্থীকে হারিয়ে জিতেছেন বিজেপি (BJP) প্রার্থী রাহুল নারবেকার।
আরও পড়ুন: মৃত্যু কমলেও সামান্য বাড়ল দৈনিক কোভিড সংক্রমণ