Maharashtra Political Crisis : দেশের চরম সঙ্কটেও ক্ষমতাদখলে মরিয়া একদল, কটাক্ষ শিবসেনা সাংসদ অরবিন্দ সাওয়ন্তের
Mumbai Crisis Update : দলীয় বৈঠকে উদ্ধব ঠাকরে বুঝিয়ে দিয়েছেন, তিনি নতিস্বীকার করবেন না।

Background
মুম্বই : মহারাষ্ট্রে উদ্ধব সরকারের ( uddhav thackeray) পতন কি আসন্ন? জল্পনা বাড়িয়ে গত চারদিনে সব মিলিয়ে ১ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন করেছে সরকার। খবর সূত্রের। এর বিরুদ্ধে বিধান পরিষদের দ্বারস্থ হয়েছেন বিরোধীরা।
অন্যদিকে, বিদ্রোহী বিধায়কদের ওপর চাপ বাড়াচ্ছে উদ্ধব সরকার। সূত্রের খবর, ১৬ জন বিদ্রোহী বিধায়ককে আজই চিঠি পাঠাতে পারেন বিধানসভার ডেপুটি স্পিকার। সোমবারের মধ্যে চাওয়া হতে পারে চিঠির উত্তর।
আগেই এই ১৬ জন বিদ্রোহী বিধায়ককে সাসপেন্ড করার দাবি জানিয়েছে শিবসেনা। এই পরিস্থিতিতে আজ শিবসেনার জাতীয় কর্মসমিতির বৈঠক। সূত্রের খবর, বৈঠকে বিদ্রোহীদের নেতা একনাথ শিণ্ডের ( Eknath Shinde) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। পাশাপাশি, শিবসেনার সংবিধান বদলের সম্ভাবনা। দুপুরে রণকৌশল স্থির করতে বৈঠকে বসছে শিণ্ডে শিবিরও।
Maharashtra News Live : দেশের চরম সঙ্কটেও ক্ষমতাদখলে মরিয়া একদল, কটাক্ষ শিবসেনা সাংসদ অরবিন্দ সাওয়ন্তের
'বেকারত্ব, মুদ্রাস্ফীতিতে ধুঁকছে দেশ। মহারাষ্ট্রের মানুষের দুর্ভাগ্য় যে, এই সময়ও ক্ষমতা দখলে মরিয়া একদল মানুষ। শিবসেনা প্রধান ছাড়া বিক্ষুব্ধদের কোনও অস্তিত্ব নেই। কেউ ওঁদের গুরুত্ব দেবে না,' বললেন শিবসেনা সাংসদ অরবিন্দ সাওয়ন্ত।
Maharashtra Live Update : অনাসৃষ্টির জোট থেকে শিব সৈনিকদের মুক্ত করছি: একনাথ শিন্ডে
অনাসৃষ্টির জোট থেকে শিব সৈনিকদের মুক্ত করছি। শিব সৈনিকদের ভবিষ্যতের কথা ভেবেই লড়াই: একনাথ শিন্ডে।






















