Mani Shankar: 'মুঘলরা কখনও ধর্মের নামে নৃশংসতা করেনি', মণিশঙ্কর আইয়ারের মুখে মুঘল শাসনের প্রশংসা, জিন্নার জয়গান
Mani Shankar Praises Mughals: মুঘলরা কখনো ধর্মের নামে নৃশংসতা করেনি। ফের বিতর্কে কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ারের মন্তব্য। মুঘল শাসনের দরাজ প্রশংসা করেছেন তিনি।
নয়াদিল্লি: ফের বিতর্ক তৈরি করল কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ারের মন্তব্য ( Mani Shankar )। মণিশঙ্কর আইয়ারের মুখে এবার মুঘলদের প্রসংশা। দরাজ প্রশংসা জিন্নারও। যা উষ্কে দিয়েছে রাজনৈতিক বিতর্ক। সম্প্রতি তিনি মন্তব্য করেন, মুঘলরা কখনও ধর্মের নামে নৃশংসতা করেনি। এছাড়াও তিনি বিজেপিকে তীব্রভাবে কটাক্ষ করেন এবং জিন্নার প্রশংসা করেন। মণিশঙ্কর আইয়ার তার বিবৃতিতে বলেন, "আমরা (কংগ্রেস) আকবরকে নিজেদের বলে মনে করি"।
আমরা আকবরকে আমাদের নিজের বলে মনে করি, তাই আমরা কখনই মহারানা প্রতাপের নাম দিয়ে আকবরের নামে থাকা রাস্তা পরিবর্তন করার কথা বলিনি। ভারত এমন একটি দেশ যেখানে মুসলমানরা এসেছিল কিন্তু ভারত মুসলিম দেশ হয়ে যায়নি ! মণিশঙ্কর আরও বলেন, দেশে ধর্মের নামে মুঘলরা কখনো নৃশংসতা করেনি।
মণিশঙ্কর আইয়ার, পুরানো আদমসুমারির উদ্ধৃত করে বলেন, ১৮৭২ সালে সালে দেশের ৭২ শতাংশ হিন্দু এবং ২৪ শতাংশ মুসলমান ছিল। কমবেশি এই সংখ্যা এখনও একই, তাই মুসলমানদের উপর জনসংখ্যা বৃদ্ধির অভিযোগ সম্পূর্ণ ভুল। এছাড়া মুঘল শাসনের দরাজ প্রশংসা করেছেন মণিশঙ্কর আইয়ার।
'আইনশৃঙ্খলা খারাপ ছিল, এখন উত্তরপ্রদেশের ছবিটাই বদলে গেছে', পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের উদ্বোধন করে বললেন মোদি
মুঘলয শাসনের প্রশংসা করতে গিয়ে, আইয়ার বলেন, ব্রিটিশ এবং মুঘলদের মধ্যে বড় পার্থক্য হল মুঘলরা এই দেশটিকে নিজেদের বলে মনে করত। আইয়ার বাবরের প্রশংসা করে বলেন, বাবর তাঁর ছেলে হুমায়ুনকে একটি চিঠি লিখেছিলেন, যাতে তিনি ভারতের মানুষের ধর্মে হস্তক্ষেপ না করার কথা বলেছিলেন। এ কারণেই আকবরের শাসন কালে ধর্মের নামে কোনো বৈষম্য ছিল না।
তিনি বিজেপিকে কড়া আক্রমণ করেন। কংগ্রেস নেতা অভিযোগ করেন, শুধুমাত্র ক্ষমতায় থাকা ব্যক্তিরা দেশের ৮০ শতাংশ মানুষ নিয়ে চিন্তিত। আইয়ার বলেন, যাঁরা ক্ষমতায় আছেন, তাঁরা মনে করেন, মাত্র ৮০% মানুষই প্রকৃত ভারতীয়, বাকিরা অতিথি হিসেবে বসবাস করছেন।