Morbi bridge collapse : 'চোখের সামনে জলে তলিয়ে গেল ৭-৮ মাসের অন্তঃসত্ত্বা', দুঃস্বপ্নের রাত ভুলতে পারছেন না চা-বিক্রেতা
Morbi bridge collapse 'সারা রাত মানুষকে সাহায্য করে গিয়েছি। চোখের সামনে দেখেছি, ৭-৮ মাসের অন্তঃসত্ত্বা মহিলা মারা গেলেন !'
আমদাবাদ : কেউ প্রাণ বাঁচাতে ব্রিজের কেবল ধরে ঝুলছেন, কেউ ঝুলছেন ব্রিজের ভাঙা অংশ ধরে। ছটপুজোর ( Chhath Puja 2022 ) সন্ধেয় মুহূর্তে আনন্দ বদলে গেল আতঙ্কে, বিপর্যয়ে ( Morbi Disaster ) । হইহই করে এগিয়ে চলা মানুষগুলো মুহূর্তে চলে গেল মৃত্যুর গহ্বরে। সেই ভয়ঙ্করতা চোখের সামনে দেখেছেন এই ব্যক্তি। এই ব্রিজকে ঘিরেই তাঁর রুজিরুটি। এখানে আসা মানুষগুলো তাঁর দোকান থেকেই চা কেনেন। এতেই চলে তাঁর সংসার।
'সারা রাত মানুষকে সাহায্য করে গিয়েছি'
মেরামতির জন্য দীর্ঘ সময় বন্ধ থাকার পর সম্প্রতি এই ব্রিজ খুলে দেওয়া হয়। তারপর থেকেই মানুষ আবার আসতে শুরু করেছেন। রবিবার ছিল ছট। সেই উপলক্ষ্যে ভিড়ের বাঁধ ভেঙে পড়ে বলে জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা। মোরবির এই চা বিক্রেতা জানালেন, "আমি প্রতি রবিবার এখানে চা বিক্রি করি। সেদিন লোকজন তারটা কোনওক্রমে ধরে ঝুলছিল ব্রিজ ছিঁড়ে পড়ার পর। তারপর একের পর এক মানুষ নিচে পড়ে যান। আমি ঘুমাইনি কাল ... সারা রাত মানুষকে সাহায্য করে গিয়েছি। চোখের সামনে দেখেছি, ৭-৮ মাসের অন্তঃসত্ত্বা মহিলা মারা গেলেন ! হৃদয় বিদারক ! আমি জীবনে এমন দৃশ্য দেখিনি” ।
সামনে এসেছে দুর্ঘটনার আগের মুহূর্তের একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, একসঙ্গে অনেকে উঠে পড়েছেন ওই কেবল ব্রিজের ওপরে। ব্রিজের উপর বহু মানুষের ভিড়। হইহই, চইচই ! কেউ আবার সেতুর উপর লাফালাফি করছেন। কেউ ব্যস্ত ছবি তুলতে। ছটের সন্ধেয় বহু মানুষের ভিড়ে ছিড়ে পড়ল ব্রিজ। তারপরের দৃশ্যটা আরও ভয়াবহ।
Gujarat | "I sell tea there every Sunday. People were hanging from cables & then slipped down. I didn't sleep & helped people entire night. It was heart-wrenching to see a 7-8-month-pregnant woman die. Never saw anything like that in my life," says an eye-witness of #MorbiTragedy pic.twitter.com/sippTi2oaC
— ANI (@ANI) October 31, 2022
অভিযোগ উঠেছে, মেরামতির পর বিনা ফিটনেস সার্টিফিকেটেই সেতুর উদ্বোধন করে দেওয়া হয়। এই ঘটনার তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সেতু বিপর্যয়ের পর অভিযোগ উঠেছে, বেশি মুনাফার জন্য বহনক্ষমতার থেকে অনেক বেশি পর্যটককে টিকিট বিক্রি করা হয়। অভিযোগ, ১৫ টাকার টিকিট ব্ল্যাকে ১৭ টাকায় বিক্রি করা হয় এদিন। একসঙ্গে বহু মানুষ উঠে পড়েন ব্রিজে। চলতে থাকে উল্লাস। বেশ কিছুজনকে ব্রিজের উপর লাফালাফি করতেও দেখা যায় সিসিটিভি ফুটেজে। তারপরই ঘটে যায় বিপর্যয় !