![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Modi Biden Meet : আমেরিকা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, ২৪ সেপ্টেম্বর বাইডেনের সঙ্গে সাক্ষাৎ সম্ভাবনা
২৪ সেপ্টেম্বরের বাইডেনের সঙ্গে সাক্ষাৎ সম্ভাবনা
![Modi Biden Meet : আমেরিকা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, ২৪ সেপ্টেম্বর বাইডেনের সঙ্গে সাক্ষাৎ সম্ভাবনা Narendra Modi India PM to meet President Joe Biden September 24 Modi Biden Meet : আমেরিকা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, ২৪ সেপ্টেম্বর বাইডেনের সঙ্গে সাক্ষাৎ সম্ভাবনা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/10/12622df5a5ea709537711f843c179267_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি : জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম আমেরিকা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেপ্টেম্বরের ২৪ তারিখ, দুই রাষ্ট্রপ্রধানের বৈঠক হওয়ার কথা।
সূত্রের খবর, ওয়াশিংটন ডিসি ও নিউ ইয়র্কে যেতে পারেন মোদি। জো বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর এটাই নরেন্দ্র মোদির প্রথম আমেরিকা সফর। এর আগে মার্কিন মুলুকে গিয়ে ট্রাম্পের হয়েই স্লোগান তুলেছিলেন ভারতের প্রধানমন্ত্রী। হাউডি মোদি অনুষ্ঠানে শত-শত আমেরিকান ও ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানদের সামনে মোদি বলেছিলেন 'আব কি বার ট্রাম্প সরকার'। তারপর হোয়াইট হাউসে এসেছেন নতুন প্রেসিডেন্ট। বাইডেন ক্ষমতা আসার পর মোদির সঙ্গে মুখোমুখি সাক্ষাত হয়নি তাঁর। এর আগে তিনবার ভার্চুয়াল সাক্ষাৎ হয় দুজনের। মার্চে কোয়াড সম্মেলন, এপ্রিল জলবায়ু পরিবর্তন এবং জুনে জি-৭ গোষ্ঠীর মিটে।
জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর সেপ্টেম্বরের শেষ সপ্তাহে আমেরিকা যেতে পারেন। ২৪ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্টের সশরীরে প্রথম সাক্ষাৎ হবে মোদির। এর আগে তিনবার ভার্চুয়ালি সাক্ষাৎ হয় দুজনের। মার্চে কোয়াড সম্মেলন, এপ্রিল জলবায়ু পরিবর্তন সম্মেলন এবং জুনে জি-৭ গোষ্ঠীর বৈঠকে। জি-৭ গোষ্ঠীর বৈঠকে মোদির উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু করোনা দ্বিতীয় ঢেউতে তখন নাজেহাল ভারত। তাই সেইবারও বাইডেন-মোদি সামনাসামনি দেখা হয়নি।
আফগানিস্তান নিয়ে অবস্থান প্রসঙ্গে ঘরে-বাইরে সমালোচিত হয়েছেন বাইডেন। তালিবানি শাসন চিন্তা বাড়াচ্ছে নয়া দিল্লিরও। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর আমেরিকা সফর বিশেষ তাত্পর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)