Perfume IED: সাবধান ! সুগন্ধি খুললেই হবে বিস্ফোরণ ? আইইডি পারফিউম বানাচ্ছে জঙ্গিরা
Jammu Terror Attack: সুগন্ধির মধ্যেই লুকিয়ে রাখা হচ্ছে বিস্ফোরক। পুলিশ, সেনার নজর এড়াতে সন্ত্রাসবাদের নতুন ছক কষেছে জঙ্গিরা। পারফিউমের ঢাকা খুলতেই ভয়াবহতার সাক্ষী হচ্ছে মানুষজন।
Jammu Terror Attack: সুগন্ধির মধ্যেই লুকিয়ে রাখা হচ্ছে বিস্ফোরক। পুলিশ, সেনার নজর এড়াতে সন্ত্রাসবাদের নতুন ছক কষেছে জঙ্গিরা। পারফিউমের ঢাকা খুলতেই ভয়াবহতার সাক্ষী হচ্ছে মানুষজন।
Perfume IED: পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য
সম্প্রতি জম্মু-কাশ্মীরে জোড়া বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে পুলিশের।যেখানে বলা হয়েছে, ভূ-স্বর্গে হামলা চালাতে নতুন হাতিয়ার ব্যবহার করছে পাকিস্তান। জম্মুর সাম্প্রতিক জোড়া বিস্ফোরণকাণ্ডে ইতিমধ্যেই পাকিস্তানের চক্রান্তের প্রমাণ পাওয়া গিয়েছে। উপত্যকায় লস্কর-ই-তইবার জঙ্গিদের হাতে দিয়ে দেওয়া হয়েছে 'পারফিউম আইইডি' (Perfume IED)।
Jammu Twin Blast: শিক্ষকের বেশে জঙ্গির কাজ !
গত ২১ জানুয়ারি জম্মুতে জোড়া বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে এক সরকারি স্কুলের শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, শিক্ষক থেকে সন্ত্রাসবাদের রাস্তায় হাঁটা ও ব্যক্তির নাম আরিফ আহমেদ। লস্করের সক্রিয় সদস্য ছিল আরিফ। গত বছর বৈষ্ণব দেবী যাত্রার হামলায় জড়িত ছিল সে।
জম্মু ও কাশ্মীরের ডিজিপি জানিয়েছেন, ধৃতকে জিজ্ঞসাবাদ করে ওই পারফিউম আইইডি-র সন্ধান পেয়েছে পুলিশ। ডিজিপি জানিয়েছেন, এই প্রথমবার ভারতের বুকে পারফিউমের মাধ্যমে সন্ত্রাসবাদ ছড়াচ্ছে জঙ্গিরা। একবার ডাকনা খুললেই ভয়াবহ বিস্ফোরণ হবে এলাকায়।
Perfume IED: কীভাবে বানানো হয় এই বিস্ফোরক ?
সাধারণত যেকোনও সুগন্ধির মূল সামগ্রী থাকে ইথানল। যা মারাত্মকভাবে দাহ্য তরলের মধ্যে পড়ে। তাই আগুন থেকে সব সময় দূরে রাখতে বলা হয় সুগন্ধির শিশি। ইথানলের এই রাসায়নিক ক্ষমতাকেই কাজে লাগিয়েছে জঙ্গিরা। পারফিউমের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে বিস্ফোরক। ঢাকনার মাধ্যমে যা আঠালো টেপ দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে। একবার এই ঢাকনা খুললেই ছিন্ন ভিন্ন হয়ে যাবে শরীর।
Jammu Terror Attack: সাধারণ পারফিউমের শিশির মতো দেখতে ?
তবে সাধারণ সুগন্ধির শিশির থেকে সামান্য বদল রয়েছে এগুলিতে। ভিতরে বিস্ফোরক থাকায় সামান্য উঠে থাকছে ঢাকনা। জম্মু কাশ্মীরের পুলিশ জানিয়েছে। গ্রেনেডের মতো পিন সেট আপ থাকছে এই আইইডিগুলির ভিতরে। বিশেষ করে আত্মঘাতী জঙ্গিদের দিয়ে ব্যবহার করা হতে পারে এই পারফিউম আইইডি।
Perfume IED: কীভাবে ভারতে ঢুকছে এই আইইডি
পুলিশ জানিয়েছে, পাকিস্তানের তরফে ড্রোনে করে পাঠানো হয়েছিল এই সুগন্ধি বিস্ফোরকগুলি। যা আরিফের কাছে পাঠিয়েছে পাকিস্তানের এলইটি কাউন্টার পার্ট। কিছুদিন আগেই কাশ্মীরে ৩ নম্বর বাসের সিটের তলায় এই আইইডি রেখে দেওয়া হয়েছিল। যদিও পরে তা উদ্ধার করা হয়।
Online Fraud: অনলাইন অ্যাকাউন্টে পাসওয়ার্ড দিচ্ছেন ? অবশ্যই মানুন এই নিয়ম