Petrol and Diesel Prices : দেশে কমতে চলেছে পেট্রোল-ডিজেলের দাম ?
Petrol and Diesel Prices : দুই জ্বালানির দাম রয়েছে অপরিবর্তিত (Petrol-Diesel Prices on 28th November, 2021) । এই নিয়ে গত ২৫ দিন পেট্রোল ও ডিজেলের দাম একই জায়গায় রয়েছে...
নয়া দিল্লি : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম নিম্নমুখী। এভাবে কমতে থাকলে ভারতেও পেট্রোল ও ডিজেলের দাম আরও কমতে পারে। কেন্দ্রীয় সরকার সূত্রের এমনই খবর পিটিআইয়ের।
ভারতে জ্বালানির দাম তখনই কমবে যখন বিশ্ববাজারে তেলের দাম কমবে। একটি সরকারি সূত্র সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছে, পেট্রোল, ডিজেলের খুচরো বাজারের দাম ১৫ দিন অন্তর খতিয়ে দেখা হয়। তাই যদি বিশ্ব বাজারে তেলের দাম কমতে থাকে, তাহলে ১৫ দিনের গড়ে ভারতের রিটেল ডমেস্টিক মার্কেটেও স্বাভাবিকভাবেই কমে যাবে পেট্রোল-ডিজেলের দাম।
আজকের পেট্রোল ও ডিজেলের দাম ইতিমধ্যেই জানা গেছে। দুই জ্বালানির দাম রয়েছে অপরিবর্তিত (Petrol-Diesel Prices on 28th November, 2021) । এই নিয়ে গত ২৫ দিন পেট্রোল ও ডিজেলের দাম একই জায়গায় রয়েছে। যদিও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম নিম্নমুখী। অপরিশোধিত তেলের দাম আন্তর্জাতিক বাজারে ৭৩ ডলারের নিচে নেমে গিয়েছে।
আরও পড়ুন ; আজ কলকাতায় পেট্রোল-ডিজেলের দাম কমল, না বাড়ল?
আইওসিএলের ওয়েবসাইট অনুযায়ী, কলকাতায় (Petrol and Diesel Price in Kolkata) আজ পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৪.৬৭ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে ৮৯.৭৯ টাকা। রাজধানী দিল্লিতে আজ পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৩.৯৭ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে ৮৬.৬৭ টাকা। অন্যদিকে বাণিজ্য নগরী মুম্বইতে পেট্রোলের দাম ১০৯ টাকা ৯৮ পয়সা। ডিজেলের দাম ৯৪ টাকা ১৯ পয়সা। চেন্নাইতে পেট্রোলের দাম প্রতি লিটারে ১০১.৪০ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে ৯১.৪৩ টাকা।
Oilprice.com অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে আজ WTI Crude-এর দাম ১৩.০৬ শতাংশ কমে হয়েছে প্রতি ব্যারেলে ৬৮.১৫ ডলার। অন্যদিকে, ব্রেন্ট ক্রুডের দামও আজ ১১.৫৫ শতাংশ কমেছে। এরপর আজ ব্রেন্ট ক্রুডের দাম কমে হয়েছে প্রতি ব্যারেলে ৭২.৭২ ডলার। এই পরিস্থিতিতে জ্বালানির 'জ্বালা' আরও কমার আশা দেখা দিয়েছে।