Fuel Price: কোন শহরে কত হল পেট্রোল-ডিজেলের দাম, তেল সংস্থাগুলির তরফে বিজ্ঞপ্তি প্রকাশ
Petrol-Diesel Price: আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম (Crude Oil Price) এবং বিদেশি মুদ্রার ওঠাপড়ার নিরিখে প্রতিদিন জ্বালানির দাম নির্ধারণ করা হয়।
নয়াদিল্লি: একটানা প্রায় ১৫ দিন দাম অপরিবর্তিত জ্বালানির। তার মধ্যেই সরকারি তেল সংস্থাগুলি পেট্রোল-ডিজেলের দাম ধার্য করা হল (Fuel Price)। বৃহস্পতিবার সকালে জ্বালানির মূল্য নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে রাজধানী দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম আপাতত ১০৫.৪১ টাকা ধার্য করা হয়েছে। প্রতি লিটার ডিদেল কিনতে সেখানে গুনতে হেব ৯৬.৬৭ টাকা। কলকাতায় এক লিটার পেট্রোল কিনতে খরচ পড়বে ১১৫.১২ টাকা। প্রতি লিটার ডিজেল ৯৯.৮৩ টাকায় কিনতে হবে কলকাতাবাসীকে (Petrol-Diesel Price)।
নয়া দাম ধার্য করল সরকারি তেল সংস্থাগুলি
সরকারি তেল সংস্থাগুলির (Oil Companies) বিজ্ঞপ্তি অনুযায়ী, মুম্বইয়ে প্রতি লিটার পেট্রোল কিনতে খরচ পড়বে ১২০.৫১ টাকা। ডিজেলের দাম পড়বে ১০৪.৭৭ টাকা প্রতি লিটারে। চেন্নাইয়ে পেট্রোল এবং ডিজেলের প্রতি লিটারের দাম রাখা হয়েছে যথাক্রমে ১১০.৮৫ টাকা এবং১০০.৯৪ টাকা।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম (Crude Oil Price) এবং বিদেশি মুদ্রার ওঠাপড়ার নিরিখে প্রতিদিন জ্বালানির দাম নির্ধারণ করা হয়। করের নিরিখে এক এক রাজ্যে এক এক রকম দাম ঠিক হয়। পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে গত বছর নভেম্বর মাস থেকে প্রায় চার মাস জ্বালানির দাম বাড়ানো হয়নি। কিন্তু ভোট মিটে যেতেই ঊর্ধ্বমুখী হতে শুরু করে জ্বালানির দাম। তাতে হাঁসফাঁস করতে শুরু করেন সাধারণ মানুষ।
শহর |
পেট্রোল (দাম প্রতি লিটারে) |
ডিজেল (দাম প্রতি লিটারে) |
দিল্লি |
১০৫.৪১ টাকা |
৯৬.৬৭ |
মুম্বই |
১২০.৫১ টাকা |
১০৪.৭৭ |
কলকাতা |
১১৫.১২ |
৯৯.৮৩ |
চেন্নাই |
১১০.৮৫ |
১০০.৯৪ |
আরও পড়ুন: Jignesh Mevani Arrested: মোদিকে নিয়ে টুইটের জের! মধ্যরাতে গ্রেফতার দলিত নেতা জিগনেশ মেবানি
সপ্তাহ দুয়েক আগে পর্যন্ত প্রত্যেক দিন প্রায় ৮০ পয়সা করে দাম বাড়ানো হচ্ছিল জ্বালানির। সব মিলিয়ে ২২ মার্চ থেকে পেট্রোল এবং ডিজেলের দাম লিটারে প্রায় ১০ বাড়ানো হয়। গত ৬ এপ্রিল শেষ বার দেশে পেট্রোল-ডিজেলের দাম বাড়ানো হয়েছিল। তার পর থেকে এখনও দাম অপরিবর্তিত। সেই পরিস্থিতিতেই সরকারি তেল সংস্থাগুলি নয়া ধাম ধার্য করল।
একটানা বেশ কিথু দিন ধরে জ্বালানির দাম অপরিবর্তিত
জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্ন করলে পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিংহ পুরী গত ১৪ এপ্রিল জানান যে, কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে আর্জি জানানো হয়েছে, যাতে মূল্যযুক্ত কর কমিয়ে সাধারণ মানুষকে রেহাই দেওয়া হয়।