Bharatpur Plain Crash : ভয়াবহ পরিস্থিতি , রাজস্থানে টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ল বিমান !
Wreckage of crashed aircraft found in Rajasthan : ধ্বংসাবশেষ দেখে বোঝার উপায় নেই কীরকম উড়ান ছিল এটি। পাইলটদের কী হাল, তাও জানা যাচ্ছে না।
নয়াদিল্লি : মধ্যপ্রদেশে মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষের পরেই এল রাজস্থানের খবর। শনিবার রাজস্থানের ( Rajasthan) ভরতপুরে ( Bharatpur ) পাওয়া গেল একটি চাটার্ড বিমানের ধ্বংসাবশেষ (Aircraft crash)। জেলা কালেক্টর অলোক রঞ্জন প্রথমে জানান, একটি বিমান এই এলাকাতেই ভেঙে পড়ে। তবে পরে জানা যায়, এই বিমানটির টুকরো টুকরো অংশ আশেপাশের এলাকাতেও পাওয়া গিয়েছে।
পুলিশ সুপার শ্যাম সিংহ জানিয়েছেন, বিমানটি উচাইন থানা এলাকায় একটি খোলা মাঠে ভেঙে পড়ে। জানা গিয়েছে, সকাল ১০ টা থেকে ১০ টা ১৫ র মধ্যে বিমান দুর্ঘটনাটি ঘটে। তবে কারও কারও দাবি, এটি একটি আইএএফ ফাইটার জেট ছিল। অনেকের মতে ওটি একটি চাটার্ড প্লেন। তবে ধ্বংসাবশেষ দেখে বোঝার উপায় নেই কীরকম উড়ান ছিল এটি। পাইলটদের কী হাল, তাও জানা যাচ্ছে না।
#WATCH | Rajasthan, Bharatpur | Wreckage of jet seen. Earlier report as confirmed by Bharatpur District Collector Alok Ranjan said charter jet, however, defence sources confirm IAF jets have crashed in the vicinity. Therefore, more details awaited. pic.twitter.com/005oPmUp6Z
— ANI (@ANI) January 28, 2023
অন্যদিকে আবার, মাঝআকাশে ২টি যুদ্ধবিমানের মুখোমুখি সংঘর্ষ হয় মধ্যপ্রদেশে। মোরেনাতে ভেঙে পড়ে সুখোই ৩০ ও মিরাজ ২০০০। দুটি যুদ্ধবিমানই অনুশীলনের জন্য গ্বালিয়র এয়ারবেস থেকে উড়েছিল। মোরেনার প্রশাসন সূত্রে খবর, সুখোইতে ছিলেন ২ জন পাইলট, মিরাজে ছিলেন এক পাইলট। ২জন পাইলটকে সুরক্ষিত উদ্ধার করা গেছে।কীভাবে দুর্ঘটনা, তদন্ত শুরু করেছে বায়ুসেনা । প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ বিষয়টি নিয়ে বায়ুসেনা প্রধানের কাছে খোঁজ নিয়েছেন। মিরাজের ধ্বংসস্তূপ মিলেছে, পাইলটের খোঁজ মেলেনি, দাবি মোরেনার ডিএসপি-র।
মোরেনার অতিরিক্ত পুলিশ সুপার রাই সিং নারওয়ারিয়া বলেছেন, “বিমানটিতে কত লোক ছিল তা নিশ্চিত করতে একটি বায়ুসেনার দল ঘটনাস্থলে পৌঁছেছে। পুলিশ বিমানের কাছে একটি হাত খুঁজে পেয়েছে।''
Sukhoi-30 and Mirage 2000 aircraft crash near Morena, Madhya Pradesh | One of the three pilots involved, sustained fatal injuries. An inquiry has been ordered to determine the cause of the accident: Indian Air Force pic.twitter.com/rjJAgjrJXQ
— ANI (@ANI) January 28, 2023