PM Modi Address Nation: ‘ভারতীয় সংস্থাগুলিতে এখন রেকর্ড বিনিয়োগ আসছে, মেড ইন ইন্ডিয়া তকমা শক্তিশালী হচ্ছে’, বললেন নরেন্দ্র মোদি
PM Narendra Modi Address ‘ভারতে তৈরি জিনিসপত্র কেনায় জোর দিন, ভোকাল ফর লোকাল স্লোগানকে বাস্তাবায়িত করতে হবে...', বললেন প্রধানমন্ত্রী
নয়াদিল্লি: ভারতে এখন শুধু রেকর্ড বিনিয়োগ আসছে তাই নয়। দেশে প্রচুর যুব-কর্মসংস্থানের দরজাও খুলে যাচ্ছে। জাতির উদ্দেশে ভাষণে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে দেশীয় পণ্য ব্যবহারের ওপর জোর দিতেও সকলকে আহ্বান জানালেন তিনি।
দেশ ১০০ কোটির ভ্যাকসিন ডোজের মাইলস্টোন ছুঁয়ে ফেলার একদিন পর জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা-কালে এই নিয়ে দশম বার জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী।
দেশের অর্থনীতি প্রসঙ্গে আশাপ্রকাশ করে এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘ভারতীয় সংস্থাগুলিতে এখন রেকর্ড বিনিয়োগ হচ্ছে। এর ফলে, দেশের যুব সম্প্রদায়ের সামনে বিপুল কর্মসংস্থানের দরজা খুলে যাচ্ছে।
আরও পড়ুন: ‘আজ সবাই ভারতের শক্তির আঁচ পাচ্ছে’, জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
তিনি বলেন, গৃহ নির্মাণ ক্ষেত্রেও দেখা যাচ্ছে উন্নতির জোয়ার। করোনা-কালে দেশের অর্থনীতিকে সামাল দিয়েছে কৃষিক্ষেত্রের পারফরমেন্স। সব ক্ষেত্রে উন্নতির চিহ্ন দেখা যাচ্ছে, উৎসবের মরশুম তাতে আরও গতি দেবে।’
দেশীয় পণ্য ব্যবহারের ওপরও জোর দেন প্রধানমন্ত্রী। বলেন, ‘বর্তমানে মেড ইন ইন্ডিয়া তকমা শক্তিশালী হচ্ছে। ভারতে তৈরি জিনিসপত্র কেনায় জোর দিন। ভোকাল ফর লোকাল স্লোগানকে বাস্তাবায়িত করতে হবে।’
তিনি আরও বলেন, ‘গত দীপাবলিতে সবাই অশান্তি ভোগ করেছেন। আসন্ন দীপাবলি ১০০ কোটি ভ্যাকসিনেশনের ফলে স্বস্তি দিচ্ছে। এর ফলে ছোট ব্যবসায়ীরা উৎসাহী হবেন।’
তিনি জানিয়ে রাখেন, ‘বড় লক্ষ্যপূরণ করতে সক্ষম দেশ। তবে যতক্ষণ যুদ্ধ চলছে, অস্ত্র নামাবেন না, সাবধানের সঙ্গে উৎসব পালন করুন। জুতো পরে যেমন আমরা বাইরে যাই, মাস্ক পরেও যেন তাই আমরা করি।’
১০০ কোটি ভ্যাকসিন ডোজের লক্ষ্যমাত্রা ছোঁয়া নিয়ে মোদি বলেন, ‘একশ কোটি ভ্যাকসিনেশনের অসাধারণ সাফল্য পেয়েছে দেশ। এই সাফল্য গোটা দেশের, দেশবাসীকে এর জন্য অভিনন্দন। করোনা-কালে কর্তব্য পালন করেছে দেশ। আর তাতে সাফল্যও এসেছে।‘
তিনি বলেন, ‘কঠিন লক্ষ্য নির্ধারণ করে, তা পূরণ করার ক্ষমতা রাখে নতুন ভারত। ভারতের টিকাকরণ কর্মসূচির তুলনা সারা বিশ্বের সঙ্গে হচ্ছে।’