Modi Biden virtual meet : আজ বাইডেনের সঙ্গে ভার্চুয়ালে বৈঠক মোদির, কী নিয়ে আলোচনা
আজ বাইডেনের সঙ্গে ভার্চুয়ালে বৈঠক মোদির, দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কেও মতামত বিনিময় করবেন দুই রাষ্ট্রনেতা, বিদেশ মন্ত্রক সূত্রে খবর।
নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার একটি ভার্চুয়াল বৈঠকে করবেন। কূটনৈতিক মহলের ধারণা, দু দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে। দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কেও মতামত বিনিময় করবেন দুই রাষ্ট্রনেতা, বিদেশ মন্ত্রক সূত্রে খবর।
PM Narendra Modi will hold a virtual meeting with President of USA Joseph R Biden on 11th April. The two leaders will review ongoing bilateral cooperation & exchange views on recent developments in South Asia, the Indo-Pacific region & global issues of mutual interest: MEA
— ANI (@ANI) April 10, 2022
হোয়াইট হাউসের এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে এই বৈঠক সম্পর্কে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বৈঠকেদুই রাষ্ট্রনেতা “কোভিড-১৯ এর ধাক্কা কমে আসা, জলবায়ু সংকট মোকাবিলা, বিশ্বব্যাপী অর্থনীতিকে শক্তিশালী করা এবং একটি অবাধ, মুক্ত, নিয়ম-ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা বজায় রাখা সহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা করবেন। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা, গণতন্ত্র ও সমৃদ্ধি বৃদ্ধি নিয়ে আলোচনা হবে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে, রাষ্ট্রপতি বাইডেন ইউক্রেনের উপর রাশিয়ার আগ্রাসন নিয়ে আলোচনা চালাবেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে সারা বিশ্বে জিনিসপত্রের দাম বেড়েছে ও খাদ্যের সরবরাহ সংক্রান্ত সমস্যা বেড়েছে। এই সমস্যা সমাধানের পর মার্চে Quad সম্মেলনেও বাইডেন আলোচনা করেছেন। সেই বৈঠকে কথা হয় মোদির সঙ্গেও।
India-US 2+2 Ministerial dialogue - এর আগে বাইডেন - মোদির এই ভার্চুয়াল বার্তালাপ যথেষ্ট গুরুত্ববহ বলে মনে করছে কৃটনৈতিক মহল। ১১ ও ১২ তারিখ দুই দেশের মন্ত্রকের মধ্যে বার্তা বিনিময় হবে। যুক্তরাষ্ট্র সফরে যাওয়া ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। সেখানে তিনি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে সাক্ষাৎ করবেন।বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও মার্কিন বিদেশ মন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন-এর সঙ্গে দেখা করবেন।
US President Joe Biden will meet virtually with Prime Minister Narendra Modi of India on Monday, April 11 to further deepen ties between our governments, economies, and our people, reads the statement of White House Press Secretary Jen Psaki
— ANI (@ANI) April 10, 2022
(File pic) pic.twitter.com/ap6keAxEvi