(Source: ECI/ABP News/ABP Majha)
PM Modi : "মনে রাখার মত", উপহারের জন্য পদ্মশ্রী-প্রাপ্ত নদিয়ার তাঁতশিল্পীকে ধন্যবাদ প্রধানমন্ত্রীর
PM Modi thanks Padma Shri awardee : গত ৮ নভেম্বর রাষ্ট্রপতি ভবনে পদ্মশ্রী পুরস্কার প্রদানের অনুষ্ঠান হয়। সেই সময় প্রধানমন্ত্রীকে উপহার তুলে দেন বীরেনবাবু।
নয়া দিল্লি : পদ্মশ্রী বীরেন বসাকের উপহারে আপ্লুত। নদিয়ার প্রখ্যাত তাঁতশিল্পীর উদ্দেশে ট্যুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। পাশাপাশি পুরস্কার প্রদান অনুষ্ঠানে শিল্পীর সঙ্গে তাঁর কথোপকথনও স্মরণ করেন প্রধানমন্ত্রী। গত ৮ নভেম্বর রাষ্ট্রপতি ভবনে পুরস্কার প্রদান অনুষ্ঠান হয়। সেই সময় প্রধানমন্ত্রীকে উপহার তুলে দেন বীরেনবাবু।
ট্য়ুইটারে শিল্পীর দেওয়া উপহারের ছবি তুলে ধরে প্রধানমন্ত্রী লেখেন, শ্রী বীরেন কুমার বসাক পশ্চিমবঙ্গের নদিয়ার বাসিন্দা। উনি একজন প্রখ্যাত তাঁতশিল্পী । যিনি নিজের তৈরি শাড়িতে ভারতের ইতিহাস-সংস্কৃতি তুলে ধরেন। পদ্ম-পুরস্কার প্রদান অনুষ্ঠানে কথোপকথনের সময় উনি আমার হাতে এমন একটি পুরস্কার তুলে দেন যা স্মৃতিরোমান্থন করার মত।
প্রসঙ্গত, মোদির হাতে যে শাড়ি তুলে দেন পদ্মশ্রী-প্রাপ্ত নদিয়ার তাঁতশিল্পী, তাতে প্রধানমন্ত্রীর ছবি রয়েছে। প্রধানমন্ত্রী জনগণের সামনে বক্তব্য রাখছেন।
চলতি বছরে ১১৯ জনকে পদ্ম পুরস্কারে ভূষিত করা হয়। তাঁর মধ্যে অন্যতম বীরেন কুমার বসাক। শিল্পী বসাক সহ ১০২ জনকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়। এছাড়া পদ্মভূষণ ও পদ্মবিভূষণ পুরস্কার পান যথাক্রমে ১০ ও ৭ জন।
আরও পড়ুন ; একা হাতে ৪০ কিলোমিটার রাস্তা গড়ে নজির, পদ্মশ্রী সম্মানে ভূষিত লাদাখের ছুলটিম ছঞ্জর
জানা যায়, মাত্র এক টাকা দিয়ে নিজের কেরিয়ার শুরু করেছিলেন বীরেন কুমার বসাক। সেটা ১৯৭০ সালের ঘটনা। যদিও এখন তাঁর বাৎসরিক টার্নওভার ২৫ কোটি টাকা। তাঁর ক্লায়েন্টের তালিকায় রয়েছেন- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিংবদন্তি ক্রিকেটার ও বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, সঙ্গীতের কিংবদন্তি ওস্তাদ আমজাদ আলি খান, আশা ভোঁসলে ও লতা মঙ্গেশকর-রা।
প্রসঙ্গত, গত ৯ অগাস্ট কেন্দ্রের তরফে ২০২২-এর পদ্ম পুরস্কারের জন্য সরাসরি মনোনয়ন শুরু হয়। যার ডেডলাইন দেওয়া হয় সেপ্টেম্বর ১৫ তারিখ পর্যন্ত। পরের বছর প্রজাতন্ত্র দিবসের দিন প্রতিবারের মতই প্রাপকদের নাম জানানো হবে।