Narendra Modi: ‘সংসদে খোলা পরিবেশে তর্ক বিতর্ক হোক’, বিরোধীদের প্রতি সহযোগিতার আবেদন মোদির
PM Modi on Parliament: বাদল অধিবেশনের আগে মোদি বলেন, 'এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় সংকল্প নেওয়ার সময়।'
নয়া দিল্লি: আজ থেকে শুরু সংসদের (Parliament) বাদল অধিবেশন (Monsoon session)। চলবে ১২ অগস্ট পর্যন্ত। এদিকে আজ সকাল ১০টায় শুরু হয়েছে রাষ্ট্রপতি নির্বাচনের (President Election) ভোটগ্রহণ। এই প্রেক্ষাপটে বাদল অধিবেশনের শুরুতে সংসদে প্রবেশের আগে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেখান থেকেই তিনি বিরোধীদের (Opposition) উদ্দেশে বার্তাও দেন।
কী জানিয়েছেন প্রধানমন্ত্রী?
মোদির কথায়, 'এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজাদি কি অমৃত মহোৎসব চলছে। সেই সময় এই অধিবেশন খুব তাৎপর্যপূর্ণ। এই সময় সংকল্প নেওয়ার সময়। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সময়। এরই মধ্যে চলছে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি পদ নির্বাচন। এই বাদল অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, উপ রাষ্ট্রপতির মার্গদর্শন পাব।
#WATCH Prime Minister Narendra Modi at the
— ANI (@ANI) July 18, 2022
Parliament as the Monsoon session commences today pic.twitter.com/sRkvFdiZWr
পাশাপাশি তিনি এও বলেন, ‘সংসদে খোলা পরিবেশে বিশ্লেষণ, আলোচনা, তর্ক বিতর্ক হোক, বিশ্লেষণ হোক। ফলপ্রসূ হোক সেই আলোচনা। এর ফলে ভবিষ্যতের নীতি নির্ধারণ করতে সুবিধা হবে। তাই সকল সদস্যদের কাছে এটাই আবেদন করব উত্তম চর্চা করুন, সংসদকে আরও সমৃদ্ধ করে তুলুন। সকলের প্রয়াসে দেশ চলে, সংসদ চলে, ভাল কিছু নির্ণয় করা যায়। তাই প্রত্যেকের যা কর্তব্য তা করা উচিত।’
This Session is also important because elections for the office of President & Vice President are taking place right now. Voting (for the Presidential election) is taking place today. During this period, the new President and Vice President will begin guiding the nation: PM Modi pic.twitter.com/PJMM0zUucP
— ANI (@ANI) July 18, 2022
প্রসঙ্গত, এবারের অধিবেশন চলাকালীন ক্যান্টনমেন্ট বিল, মাল্টি-স্টেট কো-অপারেটিভ সোসাইটি বিল সহ মোট ২৪টি নতুন বিল নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে।