Statue of Equality: ৫ ফেব্রুয়ারি হায়দরাবাদে ২১৬ ফুট উঁচু 'স্ট্যাচু অফ ইকুয়ালিটি'র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
Statue of Equality: রামানুজাচার্যের এক হাজারতম জন্মবার্ষিকী উদযাপনে ১০৩৫ যজ্ঞের মতো অনুষ্ঠান ও গণমন্ত্রোচ্চারণের মতো ধর্মীয় কর্মসূচীর আয়োজন করা হয়েছে।
হায়দরাবাদ: আগামী ৫ ফেব্রুয়ারি একাদশ শতকের সমাজ সংস্কারক তথা সন্ত রামানুজাচার্যর ২১৬ ফুট উঁচু মূর্তি বিশ্ববাসীর প্রতি উৎসর্গ করা হবে। ওই দিন রামানুজাচার্যর ওই মূর্তিপ আবরণ উন্মোচন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বসা অবস্থায় এই মূর্তির বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বলে দাবি। হায়দরাবাদ শহর সংলগ্ন ৪৫ একর চত্বরে এই মূর্তি রাখা হয়েছে। চিন্না জেয়ার স্বামী আশ্রমের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।
সারা বিশ্ব থেকে ভক্তদের অনুদান থেকে প্রাপ্ত অর্থ দিয়ে এই ১ হাজার কোটি টাকার প্রকল্প গড়ে উঠেছে। মন্দিরের গর্ভগৃহে শ্রী রামানুজাচার্যের মূর্তি তৈরি হয়েছে ১২০ কেজি ওজনের সোনা দিয়ে। বিশিষ্ট সন্তের পৃথিবীর বুকে ১২০ বছর জীবিত ছিলেন। সে কথা স্মরণ করেই ১২০ কেজি সোনা দিয়ে ওই মূর্তি তৈরি করা হয়েছে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ রামানুজের মন্দির অভ্যন্তরের সোনার মূর্তির আবরণ উন্মোচন করবেন আগামী ১৩ ফেব্রুয়ারি।
চিন্না জেয়ার স্বামী বলেছেন, আমরা এই স্ট্যাচু অফ ইকুয়ালিটি-র সাড়ম্বর আবরণ উন্মোচন অনুষ্ঠানে সমস্ত প্রধান অতিথি, বিশিষ্ট, ভক্ত ও সমাজের সর্বস্তরের মানুষকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। ভগবত রামানুচার্য গত এক হাজার বছর ধরে সমতার প্রকৃত আইকন হিসেবে সবার মনে স্থান দখল করে রয়েছেন। আরও এক হাজার বছর তাঁর শিক্ষার যাতে অনুশীলন হয়, তা নিশ্চিত করবে এই প্রকল্প।
রামানুজাচার্যের এক হাজারতম জন্মবার্ষিকী উদযাপনে ১০৩৫ যজ্ঞের মতো অনুষ্ঠান ও গণমন্ত্রোচ্চারণের মতো ধর্মীয় কর্মসূচীর আয়োজন করা হয়েছে। শ্রী রামানুজ সহস্রাব্দ সমারোহম-এর অঙ্গ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ ক্ষেত্রে অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে আগামী ২ ফেব্রুয়ারি থেকে। তেলঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও ওই দিনের অনুষ্ঠানে চিন্না জেয়ার স্বামীর সঙ্গে সহ-আয়োজনে থাকবেন। আরও কয়েকজন মুখ্যমন্ত্রী, রাজনৈতিক নেতা, তারকা ও অভিনেতারাও ওই অনুষ্ঠানে থাকবেন বলে মনে করা হচ্ছে।
বসা অবস্থায় ১২৬ ফুটের স্ট্যাচু অফ ইকুয়ালিটি সারা বিশ্বের দ্বিতীয় সবচেয়ে উঁচু মূর্তি হবে। পাঁচ ধাতু সোনা, রূপা, তামা, পিতল ও দস্তা দিয়ে এই মূর্তি তৈরি করা হয়েছে।