Pradhan Mantri Suraksha Bima Yojana: প্রতি মাসে ১ টাকা খরচায় পেয়ে যান ২ লক্ষ টাকা কভারেজ
জীবনবিমা ভীষণ দরকারি একটি বিষয়। কিন্তু নিম্নবিত্তদের জন্য সেই সুবিধে অনেক সময়ই থাকে না। তাঁরা করেও উঠতে পারেন না। কিন্তু এবার প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনায় নতুন এক প্রকল্প আনা হচ্ছে।
নয়াদিল্লি: প্রতি মাসে ১ টাকা খরচায় পেয়ে যান ২ লক্ষ টাকা কভারেজ। প্রতিটা মানুষের জন্যই জীবনবিমা ভীষণ দরকারি একটি বিষয়। কিন্তু নিম্নবিত্তদের জন্য সেই সুবিধে অনেক সময়ই থাকে না। তাঁরা করেও উঠতে পারন না। কিন্তু এবার প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনায় নতুন এক প্রকল্প আনা হচ্ছে। যেখানে আপনি প্রতি মাসে ১ টাকা করে দিলেই আপনি পেয়ে যাবেন ২ লক্ষ টাকার কভারেজ।
দরিদ্র পরিবারগুলোর নিরাপত্তার কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকার এই যোজনা নিয়ে এসেছে। এই যোজনার অধীনে বছরে মাত্র ১২ টাকার বিনিময়ে ২ লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনার কভারেজ পাওয়া যায়। এই প্রিমিয়াম বছরে মাত্র ১ বার দিতে হয় মাসে মাত্র ১ টাকা করে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সক্রিয়ভাবে আপনার টাকা কেটে নেওয়া হবে।
কীভাবে এই যোজনায় নিজেকে নিবন্ধন করবেন? সেই রাস্তাও খুবই সহজ। আপনার নিকটস্থ ব্যাঙ্কে গিয়ে আবেদন করতে পারেন আপনি। আপনি বিমা এজেন্টের সঙ্গেও কথা বলতে পারেন। সরকারি ও বেসরকারি বিমা কোম্পানিগুলো ব্যাঙ্কের সহযোগিতায় এই পরিষেবা প্রদান করে থাকে।
প্রতি মাসের নির্দিষ্ট প্রিমিয়ামের টাকা আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে মে মাসের ১ তারিখ কেটে নেওয়া হবে। এই প্রকল্পের অধীনে যদি বিমাকৃত ব্যক্তি দুর্ঘটনায় মারা যান বা পুরোপুরি অক্ষম হয়ে যান, তবে ২ লক্ষ টাকার দুর্ঘটনা বিমা পাবেন তিনি বা তাঁর পরিবার। আংশিক অক্ষমতার ক্ষেত্রে তখন ১ লক্ষ টাকার বিমা পাওয়া যায়।
এখন প্রশ্ন উঠতে পারে যে কে পাবেন এই যোজনার সুবিধে? সেক্ষেত্রে জানিয়ে রাখা ভাল যে ৭০ বছর অতিক্রম করে গেলে কভারেজ শেষ হয়ে যায়। অ্যাকাউন্টে সবসময় টাকা রাখা প্রয়োজন। এছাড়া প্রিমিয়াম কাটার সময়, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ থাকলে পলিসি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এই যোজনার সুবিধে নিতে পারবেন দেশের সব দারিদ্র্যসীমার নিচে থাকা মানুষ।