Prashant Kishor: দখলদারি থেকে সরতে নারাজ নেতৃত্ব! কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্ত ফেরালেন প্রশান্ত
Prashant Kishor Update: গত কয়েক সপ্তাহ ধরে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সঙ্গে দফায় দফায় আলোচনা চলছিল প্রশান্তর।
নয়াদিল্লি: ফের আশাহত হতে হল কংগ্রেসকে (Congress)। তাঁদের ফেরালেন ভোটকুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor)। কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব ফেরালেন তিনি। ২০২৪-এর লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) আগে দলকে পুনরুজ্জীবিত করতে প্রশান্তর দ্বারস্থ হয়েছিলেন কংগ্রেস নেতৃত্ব। কিন্তু দলীয় সূত্রে খবর, কোনও রকম হস্তক্ষেপ ছাড়া স্বাধীন ভাবে কাজ করার শর্ত দেন প্রশান্ত। তাতে রাজি হননি দলীয় নেতৃত্ব। তাতেই কংগ্রেসে যোগ দিতে রাজি হননি প্রশান্ত।
কংগ্রেসের প্রস্তাব ফেরালেন প্রশান্ত কিশোর
গত কয়েক সপ্তাহ ধরে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সঙ্গে দফায় দফায় আলোচনা চলছিল প্রশান্তর। তার জন্য দিল্লিতে সনিয়া গাঁধীর বাসভবনেও বার কয়েক দেখা গিয়েছে তাঁকে। সেখানে কংগ্রেসকে পুনরুজ্জীবিত করার বিশদ পরিকল্পনাও লিখিত আকারে জমা দিয়েছিলেন তিনি। শোনা গিয়েছিল, দলের তরফে প্রশান্তকে নিয়োগে সম্মতি মিলেছে। শুধু পরামর্শদাতা হিসেবে নয়, কংগ্রেসের সক্রিয় কর্মী হিসেবে তাঁর অন্তর্ভুক্তির কথা চলছে। তাতে সিলমোহর পড়া শুধু সময়ের অপেক্ষা।
Following a presentation & discussions with Sh. Prashant Kishor, Congress President has constituted a Empowered Action Group 2024 & invited him to join the party as part of the group with defined responsibility. He declined. We appreciate his efforts & suggestion given to party.
— Randeep Singh Surjewala (@rssurjewala) April 26, 2022
তাই প্রশান্তর হাতে দল নতুন জীবন ফিরে পাবে বলে আশায় বুক বাঁধছিলেন কংগ্রেস নেতা-কর্মীরা। কিন্তু মঙ্গলবার সেই আশায় জল ঢেলে দিলেন দলের মুখপাত্র রণদীপ সুরজেোয়ালা। টুইট করে তিনি বলেন, ‘প্রশান্ত কিশোরের সঙ্গে যাবতীয় উপস্থাপনা এবং আলোচনার পর কংগ্রেস সভানেত্রী এমপাওয়ার্ড অ্যাকশন গ্রুপ ২০২৪ গঠন করেন। দলের সদস্য হিসেবে, গুরু দায়িত্ব অর্পণ করে তাতে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয় প্রশান্ত কিশোরকে। কিন্তু তিনি আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন। তবে উনি দলের জন্য যে চেষ্টা করেছেন, যে পরামর্শ দিয়েছেন, তার জন্য ওঁকে ধন্যবাদ।’
কংগ্রেসের সদস্যতা গ্রহণে সায় নেই প্রশান্তর
এর আগেও একাধিক বার প্রশান্তর কংগ্রেসে যোগ দেওয়ার কথা উঠেছিল। কিন্তু প্রতিবারই আলোচনা ভেস্তে গিয়েছে মাঝপথে। এ বারও তার অন্যথা হল না। তবে কংগ্রেসের সদস্যতা গ্রহণ না করলেও, ২০২৪-এর লোকসভা নির্বাচনে দলের হয়ে পরামর্শদাতার ভূমিকায় প্রশান্তকে দেখা যাবে কিনা, তা এখনও স্পষ্ট নয়।