Punjab Election 2022: পিছিয়ে গেল পাঞ্জাব বিধানসভা নির্বাচন, ভোটগ্রহণ হবে ২০ ফেব্রুয়ারি
Punjab Assembly Election 2022: সন্ত রবিদাস জয়ন্তীর কারণে ভোট পিছনোর দাবিতে সায় দেওয়া হল। এর আগে নির্বাচন কমিশনে একযোগে আবেদন জানিয়েছিল বিজেপি-কংগ্রেস।
![Punjab Election 2022: পিছিয়ে গেল পাঞ্জাব বিধানসভা নির্বাচন, ভোটগ্রহণ হবে ২০ ফেব্রুয়ারি Punjab Assembly election 2022 will be held on 20th February instead Feb 14 election commission Punjab Election 2022: পিছিয়ে গেল পাঞ্জাব বিধানসভা নির্বাচন, ভোটগ্রহণ হবে ২০ ফেব্রুয়ারি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/08/eda1b8a97808ea39f401ae1811c94ddf_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: পিছিয়ে গেল পঞ্জাব বিধানসভার ভোট (Punjab Election 2022)। ১৪ ফেব্রুয়ারির বদলে ২০ ফেব্রুয়ারি ভোটগ্রহণ করা হবে। সন্ত রবিদাস জয়ন্তীর কারণে ভোট পিছনোর দাবিতে সায় দেওয়া হল। এর আগে নির্বাচন কমিশনে একযোগে আবেদন জানিয়েছিল বিজেপি-কংগ্রেস। রাজনৈতিক দলগুলির আবেদন মেনে ভোট পিছনোর সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন।
ভোট গ্রহণের দিন পিছিয়ে গেলও গণনা নির্ধারিত দিন অর্থা ১০ মার্চই হবে। উল্লেখ্য, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিংহ চন্নী, বিজেপি ও অকালি দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে ভোটের দিন পিছিয়ে দেওয়ার আর্জি জানানো হয়েছিল। এই আর্জির কারণ হিসেবে বলা হয় যে, ১৬ ফেব্রুয়ারি গুরু রবিদাস জয়ন্তী। এই অনুষ্ঠান উপলক্ষ্য লক্ষ লক্ষ মানুষ বারাণসীতে যান। এরই পরিপ্রেক্ষিতে ভোটের দিন বদলের আর্জি জানানো হয়েছিল।
সোমবার এক বৈঠকের পর নির্বাচন কমিশন জানায় যে, পূর্বে নির্ধারিত ১৪ ফেব্রুয়ারির পরিবর্তে ভোট পাঞ্জাবে ভোট গ্রহণ করা হবে ২০ ফেব্রুয়ারি। এক বিবৃতিতে কমিশন জানিয়েছে যে, আগামী ২০ ফেব্রুয়ারি ভোট গ্রহণ করা হবে। উল্লেখ্য, ওই দিনই উত্তরপ্রদেশে তৃতীয় দফার ভোটগ্রহণ।
উল্লেখ্য, পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দপর সিংহের নেতৃত্বাধীন পাঞ্জাব লোক কংগ্রেস (পিএলসি)-ও নির্বাচন এক সপ্তাহ পিছিয়ে দেওয়ার দাবিকে সমর্থন করেছিলেন। পাঞ্জাবের বিভিন্ন মহলের এই দাবির পরিপ্রেক্ষিতে এদিন বৈঠকে বসে কমিশন। এরপরই ভোটের দিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)