(Source: ECI/ABP News/ABP Majha)
Puri Jagannath Temple : ১ ফেব্রুয়ারি থেকে ফের খুলছে পুরীর মন্দির
Jagannath Temple : করোনা টিকার সার্টিফিকেট থাকলেই মন্দিরে প্রবেশাধিকার কোভিড নেগেটিভ রিপোর্ট নিয়েও যাওয়া যাবে মন্দিরে
ভুবনেশ্বর : ১ ফেব্রুয়ারি থেকে ফের খুলছে পুরীর মন্দির। করোনা টিকার সার্টিফিকেট থাকলেই মন্দিরে প্রবেশাধিকার কোভিড নেগেটিভ রিপোর্ট নিয়েও যাওয়া যাবে মন্দিরে । আপাতত রবিবার বন্ধ থাকবে পুরীর মন্দির।
২০২১ সালের মাঝামাঝি পুরী মন্দিরের দরজা ভক্তদের জন্য খুলে গিয়েছিল। তারপরই জগন্নাথ ধামে পর্যটকরা ভিড় জমান। ২০২২ এর শুরুতেই ভয়ঙ্কর ভাবে আছড়ে পড়ে করোনার তৃতীয় ঢেউ। তারপরই ১০ জানুয়ারি থেকে ভক্ত ও দর্শনার্থীদের জন্য বন্ধ হয়ে যায় পুরীর জগন্নাথ মন্দিরের দরজা। পুরীর কালেক্টর সমার্থ বার্মা এই খবর জানান। মন্দিরের তরফে জানানো হয়, উত্তুঙ্গ করোনা সংক্রমণ প্রতিহত করতেই মন্দিরের দরজা সাময়িক বন্ধ রাখা হচ্ছে। এছাড়াও জানানো হয়, মন্দিরের সেবকদের জন্য অ্যাম্বুল্যান্স, র্য়াপিড রেসপন্স টিম, কোভিড কেয়ার সেন্টার এবং মেডিক্যাল চেক-আপের ব্যবস্থা করা হচ্ছে।
জানুয়ারি মাসেই পুরী মন্দিরের কয়েকজন সেবায়েতের করোনা রিপোর্ট পজিটিভ আসে। ওড়িশাতেও বাড়তে থাকে সংক্রমণ। তারপরই এই সিদ্ধান্ত।
A child’s appeal to all “Please #WearAMask #StaySafe ” to fight against #COVID19 . My Sand Art at #Puri beach. pic.twitter.com/MStKNfIA2E
— Sudarsan Pattnaik (@sudarsansand) January 10, 2022
করোনার দাপট একটু থিতিয়ে পড়তেই ৩ মাস পর গত বছর ১২ অগাস্ট প্রথম মন্দির খোলে। ১২ থেকে ১৬ অগাস্ট শুধুমাত্র সেবক ও তাদের পরিবাররাই দর্শনের সুযোগ পান। দ্বিতীয় দফায় ১৬ থেকে ২০ অগাস্ট পর্যন্ত শুধুমাত্র পুরীর বাসিন্দাদেরই মন্দিরে ঢোকার অনুমতি দেওয়া হয়। ২১ ও ২২ অগাস্ট, শনি ও রবিবার বন্ধ থাকার পর আজ, ২৩ অগাস্ট থেকে সারাদেশের মানুষের জন্যই জগন্নাথ মন্দিরের দরজা খুলে যায়।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৩৫ হাজার ৫৩২ জন।গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ লক্ষ ৫১ হাজার ২০৯।