Rahul Gandhi on Migrants: ফের পথে পরিযায়ী শ্রমিকরা, অ্যাকাউন্টে টাকা দেওয়া হোক, কেন্দ্রকে আর্জি রাহুলের
ফের একবার শ্রমিকদের হয়ে সুর চড়ালেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী। সরকারকে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার আবেদন জানালেন রাহুল।
নয়াদিল্লি: দেশে করোনা পরিস্থিতি ভয়ঙ্কর ৷ প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা ৷ বাড়ছে মৃত্যুও ৷ বিভিন্ন হাসপাতালের বেড এখন খালি পাওয়াই কঠিন ৷ পরিস্থিতি মাথায় রেখেই দিল্লি-সহ উত্তরপ্রদেশ, রাজস্থান, পঞ্জাবে লকডাউন জারি হয়েছে। ফলে আরও একবার পথে পরিযায়ী শ্রমিকেরা। দিল্লির আনন্দবিহার এবং কৌশম্বির বাসস্ট্যান্ডের ছবিটা বলে দিচ্ছে আরও একবার কঠিন পরীক্ষার সামনে পড়তে চলেছেন পরিযায়ী শ্রমিকরা। এই সময়ে ফের একবার শ্রমিকদের হয়ে সুর চড়ালেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী। সরকারকে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার আবেদন জানালেন রাহুল।
এদিন টুইটারে রাহুল গাঁধী লিখেছেন, "ফের রাস্তায় পরিযায়ী শ্রমিকরা। এই অবস্থায় কেন্দ্রের কর্তব্য শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া। কিন্তু করোনার সংক্রমণ ছড়ানোর জন্য দেশের জনতাকে দোষ দেওয়া সরকার কি এমন জন সহায়ক পদক্ষেপ আদৌ নেবে ? ’’
प्रवासी एक बार फिर पलायन कर रहे हैं। ऐसे में केंद्र सरकार की ज़िम्मेदारी है कि उनके बैंक खातों में रुपय डाले।
— Rahul Gandhi (@RahulGandhi) April 20, 2021
लेकिन कोरोना फैलाने के लिए जनता को दोष देने वाली सरकार क्या ऐसा जन सहायक क़दम उठाएगी?#Lockdown
করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশজুড়ে বেলাগাম সংক্রমণ। দেশের অন্যান্য প্রান্তের মতো করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপজ্জনক পরিস্থিতি পশ্চিমবঙ্গেও। এই রাজ্যেও হু হু করে ছড়াচ্ছে সংক্রমণ। ভাইরাসের হানায় উদ্বেগ বাড়ছে ভোটের বাংলায় রাজনৈতিক সমাবেশ ঘিরে। এই প্রেক্ষিতে বামেদের পথেই কার্যত হেঁটেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। করোনা সংক্রমণের কথা মাথায় রেখে ভোটবঙ্গে নয়া সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সংক্রমণ রুখতে বাংলায় সমস্ত রাজনৈতিক সমাবেশ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন রাহুল। রবিবার টুইটারে সনিয়া-পুত্র লিখেছিলেন,'করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে, পশ্চিমবঙ্গে সমস্ত সভা বাতিল করছি। সব রাজনৈতিক দলের নেতাদের বলব, এই পরিস্থিতি বিবেচনা করে রাজনৈতিক সভা করা নিয়ে আপনারা ভেবে দেখুন।'