![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Rath Yatra 2022 : সেজে উঠেছে পুরী, আজ থেকে শুরু রথযাত্রা
Ratha Yatra of Lord Jagannath : উৎসবে সামিল হতে ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুরীতে জমায়েত করতে শুরু করেছেন পুণ্যার্থীরা
![Rath Yatra 2022 : সেজে উঠেছে পুরী, আজ থেকে শুরু রথযাত্রা Rath Yatra 2022 : Ratha Yatra of Lord Jagannath set to begin today , people have started flocking in Puri Rath Yatra 2022 : সেজে উঠেছে পুরী, আজ থেকে শুরু রথযাত্রা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/01/962ecde9cdb9e0d8c5d1487bab1fdd9d_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
পুরী : দুই বছর পর ভগবান বলভদ্র, দেবী সুভদ্রা ও জগন্নাথের রথযাত্রা (Rath Yatra 2022) শুরু হচ্ছে আজ থেকে। মহসমারোহে নয় দিনব্যাপী চলবে রথ। উৎসবে সামিল হতে ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুরীতে (Puri) জমায়েত করতে শুরু করেছেন পুণ্যার্থীরা।
বিভিন্ন আচার-অনুষ্ঠানের পর জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার রথ বৃহস্পতিবারই শ্রীমন্দিরের সিংহ দরজার সামনে রাখা হয়েছে। আজ থেকে শুরু হবে যাত্রা। এই উপলক্ষে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে ওড়িশা পুলিশ। এদিকে রথের পুণ্য তিথিতে উপ রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নায়ডু সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে এই উপলক্ষে, পুরীর বিভিন্ন হোটেল রুম কার্যত বুকড। অনেকটা অতিমারীর আগের সময়ের মতো।
একনজরে এবারের রথযাত্রা-
এই বছর আষাঢ় শুক্ল দ্বিতীয়া তিথি ৩০ জুন সকাল ১০টা ৪৯ মিনিটে শুরু হয়ে ১ জুলাই দুপুর ১টা ৯মিনিটে শেষ হবে। জগন্নাথ যাত্রা শুরু হবে আজ, ১ জুলাই শুক্রবার। ঐতিহ্য অনুসারে, ভগবান জগন্নাথ শ্রীহরি হলেন ভগবান বিষ্ণুর অন্যতম প্রধান অবতার। জগন্নাথের রথের নির্মাণ ও নকশা অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়। বসন্ত পঞ্চমী থেকে শুরু হয় কাঠ সংগ্রহের কাজ। রথের জন্য কাঠ বিশেষ বন দশপল্লা থেকে সংগ্রহ করা হয়।
আরও পড়ুন ; কীভাবে গড়ে ওঠে পুরীর জগন্নাথ মন্দির ? জানেন বিগ্রহের ইতিহাস ?
রথযাত্রার যে প্রথা সকলকে মুগ্ধ করে তা হল, ঈশ্বর এই সময়ে ১৪ দিন নির্জনে থাকেন। আসলে এই সময় সব মন্দির বন্ধ থাকে। কথিত আছে, জ্যৈষ্ঠ পূর্ণিমা উপলক্ষে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রাকে ১০৮ পাত্র জল দিয়ে স্নান করানো হয়েছিল। এই অনুষ্ঠানকে বলা হয় সহস্ত্রধারা স্নান। কিন্তু পরে এই স্নানের কারণে তাঁরা অসুস্থ হয়ে পড়েন এবং ভেষজ দিয়ে চিকিৎসা করা হয়। তাই এই নির্জনতার আচার। ১৫ তম দিনে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা দর্শন দেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)