এক্সপ্লোর
Will Writing Mistakes: ‘উইল’ লেখার সময় এই ভুল থেকে যাচ্ছে না তো? আইনি ঝামেলায় পড়তে হতে পারে প্রিয়জনকে
Mistakes in Will Writing: বহু ক্ষেত্রেই সামান্য ভুলের মাশুল গুনতে হয়। আগে থেকে সাবধান হোন। ছবি: ফ্রিপিক।
ছবি: ফ্রিপিক।
1/10

নয় নয় করে প্রায় ৩০ হাজার কোটি টাকার সম্পত্তি। অথচ সেই সঞ্জয় কপূরের ‘উইল’ নিয়ে আইনি টানাপোড়েন শুরু হয়েছে। ওই ‘উইল’ আদৌ আসল কি না, প্রশ্ন তুলছেন শিল্পপতির আগের পক্ষের সন্তানরা।
2/10

সঞ্জয়ের সন্তানদের দাবি, সৎ মা প্রিয়া সচদেব সঞ্জয়ের ‘উইল’ বলে যে কাগজ পেশ করেছেন, তাতে না আছে আইনি সিলমোহর, না সেটি ভুলভ্রান্তিহীন। নিজের ছেলের নামের বানান কোনও বাবা ভুল লিখবেন কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে।
Published at : 25 Oct 2025 04:30 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















