Republic Day Award 2022: পদ্মসম্মানের ঘোষণা কেন্দ্রের, বিরোধী শিবিরের নেতা থেকে শিল্পী, ১২৮ জনের নাম ঘোষণা
Republic Day Award 2022: এ বারের পদ্ম পুরস্কারের তালিকায় মোট ১২৮ জনের নাম রয়েছে। ‘পদ্ম বিভূষণ’ পাচ্ছেন চার জন, ১৭ জন পাচ্ছেন ‘পদ্মভূষণ’ এবং ১০৭ জনকে ‘পদ্মশ্রী’ দেওয়া হচ্ছে।
নয়াদিল্লি: প্রজাতন্ত্র দিবসের আগে পদ্মসম্মানের ঘোষণা কেন্দ্রীয় সরকারের। রাজনীতি, শিল্প ব্যবসায়ী এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিদের এ বারে সম্মান প্রনের জন্য বেছে নেওয়া হয়েছে। সেই তালিকায় রয়েছেন প্রয়াত সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত, বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের সিইও সুন্দর পিচাই, মাইক্রোসফ্ট কর্ণধার সত্যে নাদেলা, অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়, সোনু নিগম-সহ আরও অনেকে।
কেন্দ্রের ঘোষণা অনুযায়ী, জেনারেল রাওয়াত দেশের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান ‘পদ্ম বিভূষণ’ পাচ্ছেন। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিংহকেও ‘পদ্ম বিভূষণ’ সম্মান দেওয়া হচ্ছে। জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা গোলাম নবি আজাদ এবং বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য পাচ্ছেন দেশের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান ‘পদ্মভূষণ’।
The President of India has approved conferment of 128 Padma Awards this year.#PadmaAwards#RepublicDay2022
— DD News (@DDNewslive) January 25, 2022
The list is as below - pic.twitter.com/4xf9UHOZ2H
করোনা কালে টিকা তৈরিতে এগিয়ে আসা, ভারত বায়োটেকের কৃষ্ণ এল্লা, সুচিত্রা এল্লা এবং সিরাম ইনস্টটিউট অফ ইন্ডিয়ার সাইরাস পুনাওয়ালাকেও ‘পদ্মভূষণ’ সম্মান দেওয়া হচ্ছে। মাইক্রোসফ্টের সত্য নাদেলা এবং গুগলের সুন্দর পিচাইকেও ‘পদ্মভূষণ’ সম্মান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়ও ‘পদ্মভূষণ’ পাচ্ছেন। ‘পদ্মশ্রী’ দেওয়ার হচ্ছে পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায়কে।
গায়ক সোনু নিগম, অলিম্পিকে সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়াকে চতুর্থ নাগরিক সম্মান ‘পদ্মশ্রী’ দেওয়ার কথা জানিয়েছে কেন্দ্র। জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাজমা আখতারকেও ‘পদ্মশ্রী’ দেওয়া হচ্ছে।
এ বারের পদ্মসম্মানের তালিকায় মোট ১২৮জনের নাম রয়েছে। এর মধ্যে যুগ্ম ভাবে সম্মান পাওয়ার নজিরও রয়েছে। এ বারে ‘পদ্ম বিভূষণ’ পাচ্ছেন চার জন, ১৭ জন পাচ্ছেন ‘পদ্মভূষণ’ এবং ১০৭ জনকে ‘পদ্মশ্রী’ দেওয়া হচ্ছে। সম্মানপ্রাপকদের মধ্যে ৩৪ জন মহিলা।