Buddhadeb Bhattacharjee Refuses Padma Bhushan : 'পদ্মভূষণ' প্রত্যাখ্যান বুদ্ধদেবের, জানালেন স্ত্রী মীরা
Padma Award 2022 : প্রজাতন্ত্র দিবসের আগে মঙ্গলবার পদ্মসম্মান প্রাপকদের নামের তালিকা প্রকাশ করেছে কেন্দ্র...
কলকাতা : 'পদ্মভূষণ' (Padma Bhushan) প্রত্যাখ্যান করলেন বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee)। বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রীর পদ্মভূষণ প্রত্যাখ্যানের কথা জানিয়েছেন তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্য।
তিনি জানান, পৌনে ২টো নাগাদ স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ফোন করা হয়েছিল। তিনিই ফোন ধরে বুদ্ধবাবুকে সেই বার্তা পৌঁছে দিয়েছিলেন। তাঁদের কাছে কনফিউসন ছিল, হয়তো এনিয়ে কোনও কাগজ আসবে। সেই অনুযায়ী তাঁরা সিদ্ধান্ত নেবেন। কারণ, ফোনের ওপর ভিত্তি করে তাঁরা বক্তব্য রাখবেন না। কথা বলার পরেই তাঁরা জানতে পারেন, পদ্ম-পুরস্কারের তালিকা বের করেছে কেন্দ্রীয় সরকার। সেই সংবাদও বুদ্ধদেব ভট্টাচার্যকে পৌঁছে দেওয়া হয়। কিন্তু বুদ্ধবাবু মীর ভট্টাচার্যকে স্পষ্ট জানিয়েছেন, তিনি এই প্রস্তাব প্রত্যাখ্যান করছেন।
পরে বিবৃতি দিয়ে বুদ্ধবাবুর তরফে জানানো হয়, পদ্মভূষণ পুরস্কার নিয়ে আমি কিছুই জানি না। আমাকে এনিয়ে কেউ কিছু বলেনি। পদ্মভূষণ পুরস্কার দিয়ে থাকলে প্রত্যাখ্যান করছি।
স্বাধীনতা সংগ্রামে যুক্ত পরিবারের ছেলে বুদ্ধদেবের বামপন্থী রাজনীতিতে হাতেখড়ি ছাত্রজীবনে। ১৯৬৬ সালে সিপিএম-এর সঙ্গে যুক্ত হন। ডেমোক্র্যাটিক ইয়ুথ ফেডারেশনের সম্পাদকও ছিলেন। ১৯৭১ সালে সিপিএম-এর রাজ্য কমিটির সদস্যপদ পান। ১৯৭৭ সালে প্রথম বার বিধায়ক নির্বাচিত হন। বাংলায় তখন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু।
আরও পড়ুন ; এত কাল পর সম্মান, মোদি সরকারের ‘পদ্মশ্রী’ প্রত্যাখ্যান সন্ধ্যা মুখোপাধ্যায়ের
বাম আমলের শেষ পর্যায়ে ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। জ্যোতি বসুর প্রয়াণের পর বামপন্থীদের অভিভাবক হয়ে উঠেছিলেন বুদ্ধদেব। কিন্তু ২০১১ সালে রাজ্যে বাম শাসনের অবসানের সঙ্গে সঙ্গেই সক্রিয় রাজনীতি থেকে ক্রমশ আড়ালে চলে যেতে শুরু করেন তিনি। এহেন রাজনৈতিক ব্যক্তিত্বকে 'পদ্মভূষণ'-এর প্রস্তাব দিয়েছিল মোদি সরকার। যদিও তা তিনি প্রত্যাখ্যান করেছেন বলে দাবি স্ত্রী মীরার।
প্রসঙ্গত, নরেন্দ্র মোদি সরকারের ‘পদ্মশ্রী’ (Padma Shri) সম্মানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন প্রবাদপ্রতিম সঙ্গীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ও (Sandhya Mukhopadhyay)। বয়স ৯০ পেরিয়েছে। তাঁর চেয়ে কম বয়সিরাও সম্মান পেয়ে গিয়েছেন। তাই এখন আর সম্মানের প্রয়োজন নেই বলে কেন্দ্রীয় সরকারকে ফোনেই জানিয়ে দিয়েছেন বলে শিল্পীর পরিবার সূত্রে খবর।
মঙ্গলবার ‘পদ্মশ্রী’ প্রাপকদের একটি তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। তাতে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের নাম রয়েছে। তালিকা প্রকাশের পর এ দিন শিল্পীর লেক গার্ডেন্সের বাড়িতে ফোন আসে দিল্লির তরফে। ‘পদ্মশ্রী’ সম্মানে তাঁকে সম্মানিত করা হচ্ছে বলে জানানো হয়। কিন্তু অপর প্রান্তে থাকা ব্যক্তিকে সরাসরি জানিয়ে দেওয়া হয় যে, তিনি ‘পদ্মশ্রী’ প্রত্যাখ্যান করছেন। এই সম্মান নিতে অপারগ তিনি।