Russia-Ukraine war : ২০ দিনে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, পরবর্তী পদক্ষেপ কী হবে ভারতের, আজ সংসদে জানাতে পারেন জয়শঙ্কর
Russia-Ukraine war : অপারেশন গঙ্গা মারফত ধাপে ধাপে যুদ্ধশ্রান্ত ইউক্রেন থেকে দেশের নাগরিকদের ফিরিয়ে আনা হয়েছে।
নয়া দিল্লি : ২৪ ফেব্রুয়ারি মস্কো ইউক্রেনের উপর বেপরোয়া আক্রমণ শুরু করার পর থেকে হাজার হাজার ভারতীয়কে যুদ্ধ-বিধ্বস্ত দেশ থেকে ফিরিয়ে এনেছে ভারত সরকার। মৃত্যুশহর কিভ থেকে নিরাপদে নিজেদের বাড়িতে ফিরে এসেছে সে-দেশে পড়তে যাওয়া ছেলেমেয়েরা। অপারেশন গঙ্গা মারফত ধাপে ধাপে যুদ্ধশ্রান্ত ইউক্রেন থেকে দেশের নাগরিকদের ফিরিয়ে আনা হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার এই সঙ্কট নিয়ে আরেকটি উচ্চ-পর্যায়ের বৈঠক করেন। ইউক্রেনের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ার পর নাগরিকদের নিরাপত্তায় ফিরিয়ে আনতে সরকার গত মাসে একটি বিশেষ অভিযান শুরু করে। ইউক্রেনের সীমান্তবর্তী দেশগুলি থেকে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়। ভারতীয়দের বলা হয়, যেভাবেই হোক কিভ ছেড়ে পোল্যান্ড, স্লোভাক প্রজাতন্ত্র, হাঙ্গেরি এবং রোমানিয়া সীমান্তে চলে আসতে। সেখান থেকে হাজার হাজার মানুষকে ফিরিয়ে আনার ব্যবস্থা হয় সরকারের তরফে।
এক মাস বিরতির পর সোমবার সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে। রবিবার, কংগ্রেসের রাজ্যসভার বিরোধী দলের নেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, তাঁর দল বাজেট অধিবেশনে ইউক্রেনে আটকে পড়া মেডিকেল শিক্ষার্থীদের নিয়ে উদ্বেগের বিষয়টি উত্থাপন করবে। তিনি এবং অন্যান্য কংগ্রেস সাংসদরা সংসদের এই অধিবেশনের অ্যাজেন্ডা নিয়ে আলোচনা করতে রবিবার সনিয়া গাঁধীর সঙ্গে দেখা করার পরে তিনি এই বিবৃতি দেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্তালিন সহ বেশ কিছু রাজনৈতিক নেতা - ইউক্রেন থেকে ফিরে আসা শিক্ষার্থীদের ভারতে তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন করেন। প্রধানমন্ত্রী মোদি আগেই এই সঙ্কট নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেন।
মঙ্গলবার দুপুরে রাজ্যসভায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের (S Jaishankar) ইউক্রেনের পরিস্থিতি নিয়ে বিবৃতি দেওয়ার কথা।
২০ দিন ধরে রাশিয়ার লাগাতার ক্ষেপণাস্ত্র ও গোলা বর্ষণে কার্যত ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে ইউক্রেনের একাধিক শহর। বিভিন্ন দিক থেকে এগোচ্ছে রাশিয়ার সেনা। পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনের সেনাবাহিনীও। এরই মধ্যে রাশিয়ার বিদেশ মন্ত্রক জানিয়েছে, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় ২০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২৮ জন।