Railway Recruitment 2022: ভারতীয় রেলে পরামর্শদাতা পদে হচ্ছে নিয়োগ, আবেদনের শেষ তারিখ জানেন ?
South Eastern Railway Jobs: সাউথ ইস্টার্ন রেলওয়েতে পরামর্শদাতা পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।আগ্রহী প্রার্থীরা এই পদে আবেদন করতে চাইলে ১৮ অগাস্টের মধ্যে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন।
South Eastern Railway Jobs: সাউথ ইস্টার্ন রেলওয়েতে পরামর্শদাতা পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।আগ্রহী প্রার্থীরা এই পদে আবেদন করতে চাইলে ১৮ অগাস্টের মধ্যে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। এই নিয়োগের জন্য প্রার্থীকে অফিশিয়াল সাইট ser.indianrailways.gov.in-এ যেতে হবে।
South Eastern Railway 2022: এখানে পাবেন শূন্যপদের বিশদ বিবরণ
এই নিয়োগ প্রক্রিয়ায় মাধ্যমে ঝাড়খণ্ড ও ওড়িশায় কনসালট্যান্ট (ভূমি অধিগ্রহণ) এর ১টি করে পদ পূরণ করা হবে। সেখানে চাকরির জন্যই এই কনসালট্যান্ট বা পরামর্শদাতা পদে নিয়োগ করা হচ্ছে। এই বিষয়ে বিশদে জানতে প্রার্থীকে অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখে নিতে হবে।
South Eastern Railway 2022: যোগ্যতা ও বয়স সীমা
এই নিয়োগের জন্য আবেদনকারী প্রার্থীকে রাজ্য সরকারে RI/LAO/Special হিসেবে কাজ করতে হবে। জমি অধিগ্রহণ ও জমি জরিপ কাজের অভিজ্ঞতা আছে এমন রাজ্য সরকারি অফিসরদের অগ্রাধিকার দেওয়া হবে। নিয়োগের জন্য আবেদনকারী প্রার্থীর সর্বোচ্চ বয়স ৬৫ বছরের বেশি হলে হবে না। এই সব নিয়ম মেনেই কোনও প্রার্থী এই পদের জন্য আবেদন করতে পারবেন।
South Eastern Railway 2022: কীভাবে আবেদন করবেন ?
1 প্রথমে সব প্রার্থীরা অফিশিয়াল সাইট https://ser.indianrailways.gov.in/ দেখুন।
2 তারপরে "News & Updates" কলামের অধীনে "Employment Notification" বিকল্পে ক্লিক করুন।
3 এখানে প্রার্থীকে চাকরির বিজ্ঞপ্তিটি পড়তে হবে।
4 এর পরে চাকরির জন্য আবেদন করার জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া apply online লিঙ্কে ক্লিক করতে হবে।
5 এরপর প্রার্থী সব বিবরণ পূরণ করে ফর্ম জমা দিতে পারবেন।
6 শেষে প্রার্থীদের ফর্মের একটি হার্ড কপি তাদের কাছে রাখতে হবে।
তবে চলতি বছরে এই প্রথমবার নয়। এর আগে সাউথ ইস্টার্ন রেলওয়ে (SER) জুনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট (JTA) পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। উপযুক্ত যোগ্যতা থাকলে অফিশিয়াল সাইটে যোগাযোগ করতে বলেছে চাকরিপ্রার্থীদের। যদিও জুলাইতেই শেষ হয়েছে আবেদনের সেই প্রক্রিয়া।
Education Loan Information:
Calculate Education Loan EMI