Telangana: নিজের কোভিড রিপোর্ট পজিটিভ শুনে আতঙ্কেই মৃত্যু তরুণীর !
পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন ৩০ বছর বয়সী ওই তরুণী ৷
হায়দরাবাদ: দেশে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ বাড়ছে মৃত্যুও ৷ এই অবস্থায় সবার মনেই এখন জাগছে আতঙ্ক ৷ এই বুঝি করোনা পজিটিভ হয়ে গেলাম ! অক্সিজেনের অভাব, হাসপাতালে জায়গা পাওয়া কঠিন ৷ এই সব খবর শুনেই দিন কাটছে সাধারণ মানুষের ৷ এমন অবস্থায় কোভিডে আক্রান্ত হলে কী হবে, এই আশঙ্কাই গ্রাস করেছে অধিকাংশের মনে ৷ তেলেঙ্গনার মেদাক জেলার তুপরানে সম্প্রতি একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে ৷ নিজের কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ শুনেই আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক তরুণীর ৷
মৃত তরুণীর নাম শ্যামলা ৷ তিনি পোতারাজুপল্লীর বাসিন্দা ৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন ৩০ বছর বয়সী শ্যামলা ৷ তাঁকে স্থানীয় একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয় ৷ তিনি কোভিডে আক্রান্ত, এমন আশঙ্কাই করা হচ্ছিল ৷ শেষপর্যন্ত সেই আশঙ্কা সত্যি হয় ৷ করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে শ্যামলার ৷ যা শুনেই আতঙ্কে আরও অসুস্থ হয়ে পড়েন তরুণী ৷ এর কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃ্ত্যু হয় ৷ পোতারাজুপল্লী পুরসভার শ্মশানেই কোভিড-এর সমস্ত নিয়ম মেনে মৃত তরুণীর শেষকৃত্য সম্পন্ন হয় ৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, শ্যামলার বিয়ে হয়েছিল ৩ বছর আগে ৷ এরপর তাঁর ডিভোর্স হয়ে যায় এবং নিজের মা-বাবার সঙ্গেই থাকতেন তিনি ৷ মেয়ের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে ৷
এদিকে দেশজুড়ে কোভিড ঝড় অব্যাহত ৷ প্রতিদিনই নতুন নতুন রেকর্ড গড়ছে করোনা ৷ একদিনে ফের রেকর্ড সংক্রমণ দেশে ৷ শুক্রবার, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত ৩ লক্ষ ৮৬ হাজার ৪৫২ জন ৷ মৃত্যু হয়েছে ৩৪৯৮ জনের ৷ পাশাপাশি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ লক্ষ ৯৭ হাজার ৫৪০ জন ৷ করোনায় ভারতে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২,০৮,৩৩০ জনের ৷