Ganapath Night Shoot: মধ্যরাতে শ্যুটিং! 'গণপথ'-এর সেট থেকে ছবি পোস্ট টাইগার-কৃতীর
Ganapath Night Shoot: বিকাশ বহেলের পরিচালনায় 'গণপথ' প্রযোজনা করছেন বিকাশ বহেল, জ্যাকি ভগনানি, বাসু ভগনানি, দীপশিখা দেশমুখ। ছবিটি এই বছরের শেষে, ২৩ ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
মুম্বই: মুক্তির অপেক্ষায় টাইগার শ্রফ (Tiger Shroff) ও কৃতী শ্যাননের (Kriti Sanon) আগামী ছবি 'গণপথ' (Ganapath)। জোরকদমে চলছে শ্যুটিং (Shooting)। মধ্যরাতে শ্যুটিংয়ের (midnight shooting) ফাঁকে সেই ঝলক দেখালেন অভিনেতা ও অভিনেত্রী দুজনেই।
শনিবার রাতে নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডলে স্টোরি (Instagram Story) পোস্ট করেন দুজনেই। 'গণপথ' অভিনেতা টাইগার একটি সেলফি পোস্ট করেন। নিজের লুকেরও খানিক আভাস দেন। তাঁর পিছনে ছবির সেট নজরে পড়ে।
অন্যদিকে মধ্যরাতেরও কিছু পরে অভিনেত্রী কৃতী শ্যানন তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও ক্লিপ শেয়ার করেন। অভিনেত্রীর লুকও সেখানে দেখা যাচ্ছে। এবং মেকআপে স্পষ্ট যে কোনও অ্যাকশন সিক্যোয়েন্সের শ্যুটিং চলছিল। মুখে চোখে ধুলোবালি, উশকো খুশকো চুল, চোখে লেপ্টে যাওয়া কাজলে কৃতীর দেখা মেলে। ক্যাপশনে লিখলেন, 'গণপথ, রাতের শ্যুট'। পরের স্টোরিতে অভিনেত্রীর হাতে নকল রক্তের ছিটেও দেখা গেল।
বিকাশ বহেলের (Vikas Bahl) পরিচালনায় 'গণপথ' প্রযোজনা করছেন বিকাশ বহেল, জ্যাকি ভগনানি (Jackky Bhagnani), বাসু ভগনানি (Vashu Bhagnani), দীপশিখা দেশমুখ (Deepshikha Deshmukh)। ছবিটি এই বছরের শেষে, ২৩ ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন: Mimi on Holi 2022: রঙ খেলছে খুদেরা, এর মধ্যে লুকিয়ে রয়েছে এক টলি নায়িকার ছবিও!
ঘোষণা হওয়ার পর থেকেই দর্শকরা উৎসুক হয়ে আছেন টাইগার শ্রফ ও কৃতী শ্যানন অভিনীত 'গণপথ' (Ganapath) ছবির জন্য। 'হিরোপন্থি'-এর পর ফের একবার পর্দায় দেখা যাবে টাইগার-কৃতি জুটিকে। দীর্ঘ সময়ের পর রুপোলি পর্দায় ফের তাঁদের একসঙ্গে দেখার অপেক্ষায় অনুরাগীরা।
'গণপথ' ছবিতে একাধিক অ্যাকশন সিন দেখতে চলেছেন দর্শক। নিজের সোশ্যাল মিডিয়ায় এমনই একটি 'অ্যাকশন' ভিডিও পোস্ট করেন অভিনেত্রী কৃতী শ্যানন। অভিনেত্রীর এই নয়া অবতার দেখে চক্ষু চড়কগাছ হয়েছে অনুরাগীদের আগেই। ভিডিওয় দেখা যায় বাইকে চড়ে স্টান্টের জন্য তৈরি কৃতী।