Mamata Banerjee in Varanasi : বারাণসীতে গঙ্গার ঘাটে যাওয়ার পথে মমতাকে কালো পতাকা , 'জয় শ্রীরাম' স্লোগান বিজেপির
Mamata Banerjee in Varanasi : ভোট প্রচারে এবার মোদির গড়ে মমতা বন্দ্যোপাধ্যায়। ২ দিনের সফরে বারাণসীতে গিয়েছেন তিনি
বারাণসী : উত্তরপ্রদেশে যাওয়ার পরই তৃণমূল নেত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ বিজেপির। গঙ্গার ঘাটে যাওয়ার পথে মমতাকে কালো পতাকা দেখানো হয়। জয় শ্রীরাম স্লোগান ওঠে।
পাল্টা জয় হিন্দ স্লোগান দেন তৃণমূল নেত্রী। ভোট প্রচারে এবার মোদির গড়ে মমতা বন্দ্যোপাধ্যায়। ২ দিনের সফরে বারাণসীতে গিয়েছেন তিনি। গঙ্গারতি দেখার পর আগামীকাল সমাজবাদী পার্টির নির্বাচনী সভায় অখিলেশ যাদবের সমর্থনে প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর কাশী বিশ্বনাথ মন্দির দর্শনে যাবেন মুখ্যমন্ত্রী।
আগামীকাল অখিলেশ যাদব ও জয়ন্ত চৌধুরীর রাষ্ট্রীয় লোক দলের যৌথ সমাবশ রয়েছে বারাণসীতে। সেখানেই যোগ দেবেন তৃণমূলনেত্রী। এটা অখিলেশ যাদবের সঙ্গে মমতা দ্বিতীয় কর্মসূচি হতে চলেছে। সেই উদ্দেশে আজ বারাণসী বিমানবন্দরে নেমে সরাসরি সড়কপথে বারাণসীর ঘাটের উদ্দেশে রওনা দেন মমতা। কিন্তু, ঘাটে পৌঁছানোর ২ কিলোমিটার আগে মমতার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় একদল বিজেপি সমর্থক। তাঁকে কালো পতাকা দেখানো হয় ও গো ব্ল্যাক স্লোগান ওঠে।
এমনকী মমতার গাড়িতে আঘাতও করা হয়। যদিও মেজাজ না হারিয়ে তৃণমূলনেত্রী তাঁদের উদ্দেশে বলেন, যেভাবে আপনারা আমায় স্বাগত জানালেন তার জন্য আপনাদের ধন্যবাদ। কিন্তু, এভাবে আমাকে ভয় পাওয়ানো যাবে না। যা কিছু রাজনৈতিক জবাব তা কাল দেব।
এদিকে এই ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব নির্ধারিত কর্মসূচিতে আসার কথা থাকলেও কেন পর্যাপ্ত পুলিশ ছিল না তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও সেখান থেকে বেরিয়ে এসে বারাণসীর ঘাটে গঙ্গারতি দেখতে যান মমতা।
উত্তরপ্রদেশে আগামীকাল ষষ্ঠ দফার ভোট রয়েছে। শেষ ও সপ্তম দফার ভোট হবে ৭ মার্চ। শেষ দফায় ৫৪টি কেন্দ্রে ভোট রয়েছে। এরমধ্যে বারাণসীর আটটি আসন। এদিকে বারাণমসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী কেন্দ্র। তিনি চালাচ্ছেন প্রচার সব মিলিয়ে জমে উঠেছে উত্তরপ্রদেশের রাজনৈতিক ময়দান। এদিকে প্রচারপর্ব সেরে শুক্রবার কলকাতায় ফিরবেন মমতা।
৭ মার্চ উত্তরপ্রদেশে শেষ দফার ভোট।