এক্সপ্লোর
US customs Discovered Cow Dung : ভারতীয় বিমানযাত্রীর ব্যাগের মধ্যে ঘুঁটে ! মার্কিন মুলুকের বিমানবন্দরে হইচই
ভারতে ঘুঁটে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় । আবার গোবর তো পুজো-আচ্চাতেও কাজে লাগে । কিন্তু মার্কিন মুলুকে গোবর একদমই নিষিদ্ধ ।

cow_dung
ওয়াশিংটন : দেশ থেকে ফেরার সময় বাড়ির থেকে পাঠনো খাবার-দাবার লুকিয়ে চুরিয়ে নিয়ে যাওয়ার অভ্যেস অনেকের। কিন্তু ঘুঁটে !
হ্যাঁ ঠিকই পড়েছেন। ঘুঁটে পাওয়া গেছে এক ভারতীয়র ব্যাগে। বিমানবন্দরে ভারত থেকে আসা এক যাত্রী ফেলে যাওয়া স্যুটকেস ঘেঁটে দেথে দু-দুখানি ঘুঁটে পেলেন আমেরিকার কাস্টমস অন্ড বর্ডার প্রোটেকশন এজেন্টরা । দেখে তো তাদের চক্ষু চড়কগাছ। এ আবার কী !! এ তো তারা সাত জন্মেও দেখেননি। ব্যাগের ভিতর গরুর বর্জ্যপদার্থ!!
ভারতে ঘুঁটে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় । আবার গোবর তো পুজো-আচ্চাতেও কাজে লাগে । আবার গরুর মূত্র এদেশে কিছু মানুষের কাছে অত্যন্ত মূল্যবান । কিন্তু মার্কিন মুলুকে গোবর একদমই নিষিদ্ধ । কারণ সে দেশে চিকিৎসকরা বলেন, গোবর থেকে নানারকম রোগ ছড়ায় । বিশেষতঃ পা ও মুখের বিভিন্ন সংক্রামক রোগ-জীবাণু বাহিত হয় ঘুঁটের মধ্য দিয়ে।
তাই বিমানযাত্রীর ফেলে যাওয়া ব্যাগে কয়েকটি ঘুঁটে দেখে আগেভাগেই তা নষ্ট করে মার্কিন কাস্টমস ও প্রোটেকশনের কর্মীরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
POWERED BY
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
আইপিএল
খবর
Advertisement
