![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Delhi Crime News: রাস্তা পেরোতে সাহায্যের নামে দৃষ্টিশক্তিহীন মহিলাকে ধর্ষণ দিল্লিতে
Visually Impaired Woman: নির্যাতিতার বর্ণনা অনুযায়ী, তল্লাশি অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। এই মুহূর্তে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন তিনি।
![Delhi Crime News: রাস্তা পেরোতে সাহায্যের নামে দৃষ্টিশক্তিহীন মহিলাকে ধর্ষণ দিল্লিতে Visually Impaired woman Sexually assaulted by man in the name of helping to cross road Delhi Crime News: রাস্তা পেরোতে সাহায্যের নামে দৃষ্টিশক্তিহীন মহিলাকে ধর্ষণ দিল্লিতে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/12/feaf495e9b3b28b763e2898e74a64139_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: রাজধানীর (Delhi) বুকে ফের ন্যক্কারজনক যৌন অপরাধ! দৃষ্টিশক্তিহীন মহিলাকে ধর্ষের অভিযোগ। রাস্তা পার করে দেওয়ার নাম করে নিরালায় নিয়ে গিয়ে মহিলাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। বিস্তর কাঠখড় পোড়ানোর পর অভিযুক্তকে চিহ্নিত করে, গ্রেফতার করেছে পুলিশ (Visually Impaired Woman)।
বিশ্বাসের চরম মূল্য দিতে হল মহিলাকে
দক্ষিণ-পশ্চিম দিল্লির ডাবরি এলাকার ঘটনা। গত ২৫ মে এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। ওই মহিলা নিজেই থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ নম্বর ধারায় (ধর্ষণ) সেই সময় অভিযোগ দায়ের করে পুলিশ, যার আওতায় সর্বনিম্ন ১০ বছরের সাজা হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ যাবজ্জীবন সাজা এবং জরিমানা করা হতে পারে।
নির্যাতিতার বর্ণনা অনুযায়ী, তল্লাশি অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। এই মুহূর্তে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন তিনি। টুইট করে বিষয়টি সম্পর্কে সকলকে অবগত করেছেন দিল্লি মহিলা কমিশনের (Delhi Commission for Women) চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল (Swati Maliwal)।
25 मई को दिल्ली में नेत्रहीन लड़की ग़लती से दूसरे बस स्टाप पे उतर गयी। एक आदमी उसे रोड क्रॉस करने के बहाने गली में ले गया और उसका रेप किया। पुलिस ने आदमी को अरेस्ट कर लिया है। मैं लड़की से मिली और हम उसकी पूरी तरह मदद कर रहे है।पर सच में -इंसान की हैवानियत की कोई हद्द है या नहीं! pic.twitter.com/k2ZYuy28RV
— Swati Maliwal (@SwatiJaiHind) June 1, 2022
মহিলা কমিশনের তরফে টুইট
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৫ মে ভুল করে নিজের গন্তব্যের পরিবর্তে অন্য বাসস্টপে নেমে পড়েন নির্যাতিতা। সেখান থেকে কীভাবে এগোবেন বুঝতে পারছিলেন না। সেই সময় এক ব্যক্তি তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেন। রাস্তা পার হতে সাহায্য করবেন বলবেন বলে জানান। বিশ্বাস করে তাঁর সাহায্য়ে রাস্তা পার করতে উদ্যত হন নির্যাতিতা। কিন্তু শারীরিক প্রতিবন্ধকতার সুযোগ নিয়ে ওই ব্যক্তি নিরালায় নিয়ে গিয়ে, নির্যাতিতাকে ধর্ষণ করেন বলে অভিযোগ।
এই ঘটনার তীব্র নিন্দা করেছেন দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী। তিনি লেখেন, 'মেয়েটির সঙ্গে সাক্ষাৎ হল। ওকে সবরকম ভাবে সাহায্য করছি আমরা। কিন্তু সত্যি কথা বলতে কী, পাশবিক মানসিকতার কোনও সীমা নেই দেখছি।'
আরও পড়ুন: National Herald Case : বিদেশে রয়েছেন, ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডি-র কাছে সময় চাইলেন রাহুল
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)