এক্সপ্লোর

Indian Air Force: তরুণী অফিসারকে ধর্ষণ, যৌন নির্যাতনের অভিযোগ, কাঠগড়ায় উইং কমান্ডার, বায়ুসেনার অন্দরে শোরগোল

IAF Woman Flying Officer: জম্মু ও কাশ্মীরের বদগাম থেকে এই অভিযোগ সামনে এসেছে।

শ্রীনগর: কলকাতার আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর একমাস কেটে গিয়েছে। এর মধ্যেও একাধিক ধর্ষণ, নারী নির্যাতনের খবর উঠে এসেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। এবার ধর্ষণের অভিযোগ উঠল ভারতীয় বায়ুসেনার অন্দরে। মহিলা ফ্লাইং অফিসার ধর্ষণের অভিযোগ তুললেন উইং কমান্ডারের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। (Indian Air Force)

জম্মু ও কাশ্মীরের বদগাম থেকে এই অভিযোগ সামনে এসেছে। শ্রীনগরের বায়ুসেনা অভিযোগকারিণী এবং অভিযুক্ত, দু'জনই উপত্যকায় বায়ুসেনা ঘাঁটিতে মোতায়েন রয়েছেন। বদগাম থানায় এফআইআর দায়ের হয়েছে ইতিমধ্যেই। গোটা ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। বায়ুসেনার তরফে জানানো হয়েছে, অভিযোগকারিণী এবং অভিযুক্ত, দু'জনই তদন্তে সহযোগিতা করছেন। (IAF Woman Flying Officer)

ভারতীয় বায়ুসেনার তরফে সংবাদমাধ্যমে বলা হয়, "মামলার বিষয়ে অবগত রয়েছি আমরা। বদগামের স্থানীয় থানায় এফআইআর দায়ের হয়েছে। শ্রীনগরে বায়ুসেনার সঙ্গে যোগাযোগ করেছে তারা। সব পক্ষই তদন্তে সহযোগিতা করছেন স্থানীয় পুলিশ ও প্রশাসনকে।" অভিযোগকারিণী জানিয়েছেন, গত দু'বছর ধরে হেনস্থার শিকার হচ্ছেন তিনি। যৌন নির্যাতনের পাশাপাশি, মানসিক অত্যাচারও চালানো হচ্ছে তাঁর উপর।

অভিযোগকারিণী জানিয়েছেন, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর, বর্ষবরণ পালিত হচ্ছিল অফিসারদের মেসে। তিনি উপহার পেয়েছিল কি না জানতে চান সিনিয়র। উপহার পাননি জানাতে, অভিযুক্ত উইং কমান্ডার জানান, তাঁর ঘরে উপহার রাখা আছে। সেই মতো ঘরে যেতে বলা হয় তাঁকে। ওই ঘরে কেউ ছিল না। পরিবারের কথা জানতে চাইলে, উইং কমান্ডার জানান, তাঁরা অন্যত্র থাকেন। এর পর তাঁর উপর যৌন নির্যাতন চালানো হয়।

ওই মহিলা ফ্লাইং অফিসার জানিয়েছেন, তাঁকে 'ওরাল সেক্স'-এ বাধ্য করা হয়। এর পর শ্লীলতাহানি করেন অভিযুক্ত। বার বার বারণ করেন তিনি। বাধা দেওয়ার চেষ্টা করেন। একটা সময় পর ধাক্কা দিয়ে সরিয়ে, পালিয়ে আসেন ঘর থেকে। কিন্তু আবারও দেখা হবে বলে জানান ওই উইং কমান্ডার। বিষয়টি নিয়ে অভিযোগ জানাতে গেলে, তাঁকে বারণ করা হয়। এর পর ফের তাঁর সঙ্গে একই আচরণ করেন অভিযুক্ত উইং কমান্ডার। 

বিষয়টি নিয়ে দুই মহিলা অফিসারের দ্বারস্থ হন অভিযোগকারিণী। এর পর কর্নেল স্তরের এক আধিকারিক তদন্তের নির্দেশ দেন। জানুয়ারি মাসেই দু'বার মুখোমুখি বসিয়ে  বয়ান নেওয়া হয় বলে দাবি অভিযোগকারিণীর।  সেই সময় সিনিয়র আধিকারিকের উপস্থিত থাকায় আপত্তি জানান তিনি। ভুল বুঝতে পেরে তদন্ত বন্ধ করে দেওয়া হয় মাঝ পথে। এর পর অভ্যন্তরীণ কমিটির কাছে নতুন করে অভিযোগ জানান তিনি। বেশ কয়েক মাস পর নেড়েচেড়ে দেখা হয় সেটি।

অভিযোগকারিণীর বক্তব্য, "অবিবাহিত মেয়ে হিসেবে বায়ুসেনায় যোগ দিয়ে কী মানসিক নির্যাতনের মধ্যে দিয়ে যাচ্ছি, ভাষায় বলে বোঝাতে পারব না। স্টেশন কর্তৃপক্ষ পক্ষপাতিত্ব করছেন। অভিযুক্তকে আড়াল করা হচ্ছে। আইসি নিজের কাজ করছন না। অভিযুক্তকেই সমর্থন করছেন সকলে। এসব থেকে দূরে সরে যেতে ছুটি চেয়েছিলাম, তাও দেওয়া হয়নি। অভিযুক্ত ব্যক্তি এবং বাকিদের সঙ্গে মিশতে বাধ্য করা হচ্ছে আমাকে, যেন কিছু ঘটেনি। কর্তৃপক্ষের হাতে রোজ হেনস্থার শিকার হচ্ছি আমি।" তিনি বার বার বলা সত্ত্বেও ডাক্তারি পরীক্ষায় ঢিলেমি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন ওই মহিলা ফ্লাইং অফিসার। তাঁর দাবি, প্রত্যক্ষদর্শী নেই বলে অজুহাত দেখিয়ে মে মাসে তদন্দ বন্ধ করে দেয় অভ্যন্তরীণ কমিটি। যৌন নির্যাতন সকলের সামনে ঘটকে কী করে, প্রশ্ন তুলেছেন তিনি। তিনি কার সঙ্গে কথা বলছেন, কোথায় যাচ্ছেন, সবকিছুর উপর নজদারি চলছে বলে অভিযোগ। আপাতত বদগাম পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এর আগে, ২০২১ সালেও একই ঘটনা ঘটে। বায়ুসেনার এক মহিলা পাইলট হাইকোর্টে যৌন নির্যাতনের অভিযোগ জানান। ফ্লাইট কমান্ডারের বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি।

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Bank Holiday: হোলির জন্য টানা চারদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ? আপনার শহরে কবে কবে ছুটি রয়েছে ?
হোলির জন্য টানা চারদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ? আপনার শহরে কবে কবে ছুটি রয়েছে ?
DA News: চলতি সপ্তাহেই ডিএ-র প্রস্তাবে অনুমোদন, আপনার বেতনে হবে কী পরিবর্তন ?
চলতি সপ্তাহেই ডিএ-র প্রস্তাবে অনুমোদন, আপনার বেতনে হবে কী পরিবর্তন ?
West Bengal News: পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ বীরভূমের দুবরাজপুরে, ধৃত ৩, উদ্ধার আগ্নেয়াস্ত্র
পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ বীরভূমের দুবরাজপুরে, ধৃত ৩, উদ্ধার আগ্নেয়াস্ত্র
Dol Utsav Weather : দোলের আগেই ঘূর্ণাবর্ত, বঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি নাকি খটখটে রোদ ?
দোলের আগেই ঘূর্ণাবর্ত, বঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি নাকি খটখটে রোদ ?
Advertisement
ABP Premium

ভিডিও

TMC News: 'শুভেন্দু অধিকারী বিরধী দলনেতা, ওঁর সীমা লঙ্ঘন করা মোটেই উচিত নয়', হুঙ্কার হুমায়ুনেরBJP Protest: ২৬-র পরে যে বিধানসভা আসবে সেখানে হিন্দু তৃণমূলের কোনও বিধায়ক আসবে না: শুভেন্দুHoy Ma Noy Bouma: কেমন সাজিয়েছেন মল্লিকা নিজের ফ্ল্যাটের অন্দরমহল ? | ABP Ananda LIVESankar Ghosh: 'বিধানসভা ভাঙচুরের নেতৃত্ব দিয়েছিলেন আপনি..', মুখ্যমন্ত্রীকে জবাব শঙ্কর ঘোষের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank Holiday: হোলির জন্য টানা চারদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ? আপনার শহরে কবে কবে ছুটি রয়েছে ?
হোলির জন্য টানা চারদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ? আপনার শহরে কবে কবে ছুটি রয়েছে ?
DA News: চলতি সপ্তাহেই ডিএ-র প্রস্তাবে অনুমোদন, আপনার বেতনে হবে কী পরিবর্তন ?
চলতি সপ্তাহেই ডিএ-র প্রস্তাবে অনুমোদন, আপনার বেতনে হবে কী পরিবর্তন ?
West Bengal News: পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ বীরভূমের দুবরাজপুরে, ধৃত ৩, উদ্ধার আগ্নেয়াস্ত্র
পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ বীরভূমের দুবরাজপুরে, ধৃত ৩, উদ্ধার আগ্নেয়াস্ত্র
Dol Utsav Weather : দোলের আগেই ঘূর্ণাবর্ত, বঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি নাকি খটখটে রোদ ?
দোলের আগেই ঘূর্ণাবর্ত, বঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি নাকি খটখটে রোদ ?
Aadhaar Card : আধার কার্ডে বার-বার ছবি বদলালে হবে ফাইন, কী বলছে নিয়ম ?
আধার কার্ডে বার-বার ছবি বদলালে হবে ফাইন, কী বলছে নিয়ম ?
Justin Trudeau: আর কানাডার প্রধানমন্ত্রী নন, সংসদ থেকে নিজের চেয়ারও তুলে নিয়ে গেলেন জাস্টিন ট্রুডো
আর কানাডার প্রধানমন্ত্রী নন, সংসদ থেকে নিজের চেয়ারও তুলে নিয়ে গেলেন জাস্টিন ট্রুডো
West Bengal News Live: হঠাৎ অসুস্থ সৌগত রায়, দিল্লির হাসপাতালে ভর্তি তৃণমূল সাংসদ
হঠাৎ অসুস্থ সৌগত রায়, দিল্লির হাসপাতালে ভর্তি তৃণমূল সাংসদ
Mutual Fund : বছরে দিয়েছে ৪০ শতাংশ রিটার্ন, এই তিন মিউচুয়াল ফান্ডের বিষয়ে জানেন ?
বছরে দিয়েছে ৪০ শতাংশ রিটার্ন, এই তিন মিউচুয়াল ফান্ডের বিষয়ে জানেন ?
Embed widget