এক্সপ্লোর
বিদেশে উচ্চশিক্ষার জন্য গ্রেনেডিয়ারকে আগাম অবসর দিচ্ছে ভারতীয় সেনা
২০১৭ সালে গ্রেনেডিয়ার রেজিমেন্টে পোস্টিং হয় তাঁর। কিন্তু পড়াশুনা ছাড়েননি অতুল। সেনাবাহিনীতে থাকাকালীনই শেষ করেন স্নাতকের পাঠক্রম। তারপর ইতালিয়ান বিশ্ববিদ্যালয়ে এমএস ও পিএইচডি করার সুযোগ পান তিনি।

নয়াদিল্লি: ছাত্র হিসেবে বেশ ভাল ছিলেন। কিন্তু অভাব ছিল পরিবারে। কলেজের দ্বিতীয় বছর পার করেই হিমাচল প্রদেশের কাঙরার অতুল কুমার যোগ দিয়েছিলেন ভারতীয় সেনাবাহিনীতে। ২০১৭ সালে গ্রেনেডিয়ার রেজিমেন্টে পোস্টিং হয় তাঁর। কিন্তু পড়াশুনা ছাড়েননি অতুল। সেনাবাহিনীতে থাকাকালীনই শেষ করেন স্নাতকের পাঠক্রম। তারপর ইতালিয়ান বিশ্ববিদ্যালয়ে এমএস ও পিএইচডি করার সুযোগ পান তিনি।
Indian Army has given speedy premature retirement to an army jawan Grenadier Atul Kumar (in the center) of Grenadier Regiment after he was selected to attend a course on ‘Particle and Astro Particle Physics’ in an Italian university. pic.twitter.com/Qs9fu8p3KB
— ANI (@ANI) September 30, 2019
অতুলের পড়াশুনার প্রতি আগ্রহ ও ভবিষ্যতের কথা ভেবে তাঁকে সেনাবাহিনী থেকে নির্দিষ্ট সময়ের আগেই অবসর দেওয়া হচ্ছে। সেই পদ্ধতি যাতে দ্রুতও সম্পন্ন হয়, সেদিকেও খেয়াল রাখা হচ্ছে। ইতালির বিশ্ববিদ্যালয়ে পার্টিকল এবং অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে উচ্চশিক্ষা করতে চলেছেন অতুল। সেখানে ভরতি হতে যাতে দেরি না হয়ে যায়, সেই জন্যই সেনাবাহিনী তাঁকে দ্রুত অব্যহতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। একজন সেনাকে উচ্চশিক্ষায় উৎসাহ দেখানোর জন্য ভারতীয় সেনাকে ট্যুইটারে সাধুবাদ জানিয়েছেন অনেকে। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















