India-Pakistan Conflict: একাধিক সামরিক ঘাঁটিকে নিশানা পাকিস্তানের, তর্জন-গর্জন ঠান্ডা করে দিল ভারত, প্রাণহানি-সম্পত্তিহানি নেই
India-Pakistan Tension: বৃহস্পতিবার নতুন করে পাকিস্তান হামলা চালানোর পর ভারতও মোক্ষম জবাব দেয়।

নয়াদিল্লি: একরাত আগে ধাক্কা খেয়েও শোধরাল না পাকিস্তান। বৃহস্পতিবার ফের ভারতের আকাশে হানা দিল তারা। কিন্তু ভারতীয় সশস্ত্র বাহিনীর সামনে ফের মুখ থুবড়ে পড়ল তারা। এদিন একযোগে প্রায় ১২টি শহরে হানা দেয় পাকিস্তান। তাদের বায়ুসেনা হামলা চালায় ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিয়ে। অত্যন্ত দক্ষতার সঙ্গে ভারত তার মোকাবিলা করে। পাকিস্তানের যুদ্ধবিমান গুলি করে নামানো হয়েছে। নামানো হয়েছে ড্রোন। কিন্তু ভারতের তরফে কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয়নি বলে জানাল প্রতিরক্ষা মন্ত্রক। (India-Pakistan Conflict)
বৃহস্পতিবার নতুন করে পাকিস্তান হামলা চালানোর পর ভারতও মোক্ষম জবাব দেয়। সেই আবহেই ভারতের প্রতিরক্ষা মন্ত্রক জানায়, জম্মু, পাঠানকোট এবং উধমপুরে ভারতের সামরিক ঘাঁটিকে নিশানা করে পাকিস্তানের ড্রোন, ক্ষেপণাস্ত্র। সেই সঙ্গে জম্মু ও কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্তেও হামলা চালানো হয়। সহজেই তাদের নিরস্ত করা গিয়েছে। কিছু ক্ষেত্রে সশস্ত্র আঘাতের মাধ্যমে, কিছু ক্ষেত্রে তা ছাড়াই। SOP মেনেই চলেছে ভারত। কোনও প্রাণহানি এবং সম্পত্তিহানি ঘটেনি। নিজের সার্বভৌমত্ব রক্ষায় এবং দেশবাসীকে নিরাপত্তা দিতে সর্বতোভাবে প্রস্তুত ভারত। (India-Pakistan Tension)
ভারতীয় সামরিক ঘাঁটিকে যেহেতু নিশানা করেছে পাকিস্তান, তাই হামলা ঠেকালেও বসে নেই ভারত। সামরিক ঘাঁটিতে শুধুমাত্র অস্ত্রশস্ত্র, সাজ-সরঞ্জাম মজুত থাকার পাশাপাশি, সেনা জওয়ানরাও থাকেন। তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজস্থান এবং পাকিস্তানে সীমান্ত রক্ষীবাহিনীর ডিজি-দের সঙ্গে কথা বলছেন। সেখানকার পরিস্থিতি জানছেন তিনি। পাশাপাশি, বিমানঘাঁটি এবং বিমানবন্দরগুলির পরিস্থিতিও তদারকি করে দেখছেন শাহ। CISF-এর ডিজি-কে সেই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে।
জম্মু ও কাশ্মীরের সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় আপাতত দু'দিনের জন্য বন্ধ রাখা হয়েছে। সেখানকার শিক্ষামন্ত্রী সাকিনা ইতু জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে। পঞ্জাবের সীমান্ত সংলগ্ন এলাকাগুলিতেও একই পরিস্থিতি। রাজধানী দিল্লিতেও চূড়ান্ত তৎপরতা এই মুহূর্তে। দিল্লির সমস্ত সরকারি আধিকারিকদের ছুটি বাতিল করা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কেউ ছুটি পাবেন না।
কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত এবং পাকিস্তানের মধ্যে নতুন করে যে সংঘাত দেখা দেয়, তা এই মুহূর্তে আরও জটিল হয়ে উঠছে। পহেলগাঁওয়ের জবাবে মঙ্গল-বুধের রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে সেনা অভিযান চালিয়ে জঙ্গিঘাঁটি ধ্বংস করে দেয় ভারত। এর পাল্টা, বুধ-বৃহস্পতির রাতে পাকিস্তান ভারতের আকাশে হানা দেয়। ভারতের প্রতিরোধের সামেন মুখ থুবড়ে পড়লেও, আজ ফের ভারতে হামলা চালানোর চেষ্টা করে তারা।
























