এক্সপ্লোর
আজলান শাহ হকির ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৪-০ গোলে হার ভারতের

ইপো (মালয়েশিয়া): পাকিস্তানকে দুরমুশ করলেও সুলতান আজলান শাহ হকি টুর্নামেন্টের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হল ভারত। টমাস উইলিয়াম ক্রেগ দুটি ও ম্যাট ঘোডস দুটি করে গোল করেন অস্ট্রেলিয়ার হয়ে। এই নিয়ে রেকর্ড ৯ বার এই ট্রফি ঘরে তুলল অস্ট্রেলিয়া। এবারের প্রতিযোগিতায় শুরু থেকে শেষ পর্যন্ত সব কটি ম্যাচেই জিতেছে তারা। এদিন ফাইনালে অনেকটা সময় দাপট বজায় রেখে খেলেছে অস্ট্রেলিয়া। ম্যাচের ২৫ মিনিটে প্রথম গোল পায় তারা। বাকি তিনটি গোল হয় দ্বিতীয়ার্ধ্বে। গতবারের টুর্নামেন্টে তৃতীয় স্থান পেয়েছিল ভারত। এবার নিয়ে ফাইনালে দুবার রুপো পেল তারা। স্বপ্নপূরণ না হলেও বিশ্বসেরাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য অধিনায়ক সর্দার সিংহ প্রশংসা করেছেন দলের তরুণ খেলোয়াড়দের। বলেছেন, অস্ট্রেলিয়া সমসাময়িক হকির দুনিয়ায় কঠিনতম প্রতিদ্বন্দ্বীদের মধ্যে পড়ে। ফাইনালে আমরা প্রতিরোধ তৈরি করেছি। কিন্তু আমাদের সার্কলে কিছু ভুল-ভ্রান্তির জন্য হারতে হল। ছোটখাট ভুলগুলি শুধরে নিতে হবে আমাদের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















