Chennai Flight Scare: চেন্নাইয়ে অবতরণের আগেই পণ্যবাহী বিমানের ইঞ্জিনে আগুন ! অল্পের জন্য রক্ষা যাত্রী ও ক্রুদের
Mid-Air Scare: দমকল ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছিল। বিমান অবতরণের সঙ্গে সঙ্গেই সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

চেন্নাই : একের পর এক বিমান বিপত্তি ! ফের ভয়াবহ ঘটনা । বিমানের অবতরণের সময় ইঞ্জিনে আগুন ধরে গেল। অল্পের জন্য রক্ষা পেলেন আন্তর্জাতিক পণ্যবাহী বিমানের যাত্রী ও ক্রু সদস্যরা। কুয়ালা লামপুর থেকে চেন্নাইগামী বিমানে এদিন এই ঘটনা ঘটে। ঘটনার পর বিমান বন্দর কর্তৃপক্ষ সংবাদ সংস্থা পিটিআই-কে বলেন, বিমান মাটি স্পর্শ করার কিছু আগেই চতুর্থ ইঞ্জিনে আগুনের শিখা দেখা যায়। কিন্তু, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হন পাইলটরা। জরুরি পরিস্থিতি ঘোষণা না করেই অবতরণ প্রক্রিয়া সম্পন্ন করেন তাঁরা।
দমকল ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছিল। বিমান অবতরণের সঙ্গে সঙ্গেই সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। যার জেরে পরিস্থিতির আর অবনতি হয়নি। এই দুর্ঘটনায় আহতের কোনও খবর নেই। কী করে আগুন লাগল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে।
ঘটনা আগেও...
গতকাল মাঝ আকাশে বিমান-বিভ্রাটের ঘটনা সামনে এসেছিল। বড়সড় দুর্ঘটনা এড়ায় তিরুঅনন্তপুরম থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার উড়ান। রেডারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় চেন্নাই বিমানবন্দরে জরুরি অবতরণ করে এয়ার ইন্ডিয়ার বিমান। বিমানে ছিলেন কেরলের ৪ সাংসদ কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল, UDF-এর আহ্বায়ক আদুর প্রকাশ, কে সুরেশ ও সিপিএম সাংসদ কে রাধাকৃষ্ণণ এবং তামিলনাড়ুর কংগ্রেস সাংসদ রবার্ট ব্রুস। কংগ্রেস সাংসদ কে সি বেণুগোপাল জানান, জরুরি অবতরণের আগে বহুক্ষণ আকাশে ওড়ে বিমানটি। রানওয়েতে আরেকটি বিমান থাকায় বড়সড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। এয়ার ইন্ডিয়ার বিমানটি ফের আকাশে উঠে আধঘণ্টা ওড়ে এবং শেষপর্যন্ত চেন্নাই বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
গত জুলাইয়ের শেষ দিকেও সামনে এসেছিল বিমান বিপত্তির ঘটনা। উড়ানের ঘণ্টা দু'য়েকের মধ্যেই ফিরে আসে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান। দোহার উদ্দেশে রওনা দিয়েছিল বিমানটি। কিন্তু, কিছু যান্ত্রিক ত্রুটির কারণে কালিকট আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে। এমনই জানান বিমানবন্দরের আধিকারিকরা। এক আধিকারিক বলেন, পাইলট-ক্রু-সহ ১৮৮ জনকে নিয়ে সকাল ৯টা ৭ মিনিট নাগাদ কালিকট থেকে রওনা দেয় IX 375 বিমানটি। কিন্তু, দুই ঘণ্টা পর ১১টা ১২ মিনিট নাগাদ একই বিমানবন্দরে ফিরে আসে। আধিকারিকের কথায়, "বিমানের কেবিন এসি-তে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। কোনও জরুরি অবতরণ ছিল না।" এরপর যাত্রীদের নামানো হয়। প্রসঙ্গত, আমদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর একের পর এক এরকম খবর সামনে এসেছে।






















