এক্সপ্লোর
ইতালির এক গ্রামে বাস করতে চাইলে মিলবে ৩৮ লক্ষ টাকা, শর্ত হল..
অপরূপ নৈসর্গিক দৃশ্য। তার মাঝে এক চিলতে কুড়ে ঘর বা বিশাল অট্টালিকা যে কোনওটিতেই আপনি থাকতে পারেন। এই গ্রামে এসে থাকতে চাইলে এবং ব্যবসা করতে চাইলে তাকে বেশ মোটা টাকা দেবে প্রশাসন। ইতালির ওই গ্রামের নাম সান্তো স্টিফানো দি সেসানিও।শুনতে গল্পের মতো লাগলেও এটাই সত্যি। তবে শর্ত একটাই।
রোম: অপরূপ নৈসর্গিক দৃশ্য। তার মাঝে এক চিলতে কুড়ে ঘর বা বিশাল অট্টালিকা যে কোনওটিতেই আপনি থাকতে পারেন। এই গ্রামে এসে থাকতে চাইলে এবং ব্যবসা করতে চাইলে তাকে বেশ মোটা টাকা দেবে প্রশাসন। ইতালির ওই গ্রামের নাম সান্তো স্টিফানো দি সেসানিও।শুনতে গল্পের মতো লাগলেও এটাই সত্যি। তবে শর্ত একটাই।
পাহাড়ে ঢাকা গ্রাম সান্তো স্টিফানো দি সেসানিও। প্রকৃতির কোলে থাকা গ্রামের বাসিন্দা ১১৫জন। ১৩ জনের বয়স ২০ বছরের নীচে। ৪১ জন প্রবীণ। তাদের বয়স ৬৫ বছরের ঊর্ধেব। কিন্তু কেন এমন উদ্যোগ? মেয়র ফ্যাবিও সান্টাভিকার কথায়, আমরা কাউকে কিছু বিক্রি করছি না। এটা কোনও ব্যবসায়িক উদ্যোগ নয়। আমরা চাই গ্রামবাসীরা যেন বেঁচে থাকতে পারে। যে কেউ এই ধরনের প্রস্তাবে রাজি হতে পারবেন না। সংশ্লিষ্ট ব্যক্তিকে ইতালির বাসিন্দা হতে হবে এবং ৪০ বছর তার কম বয়সি হতে হবে।হু হু করে জমা পড়ছে আবেদন।
১৫ অক্টোবর থেকে শুরু হয়েছে এই নয়া স্কিম। গ্রামে এই নয়া প্রস্তাবে রাজি হয়ে যিনি থাকতে যাবেন তাঁকে সম্পত্তি দেওয়া হবে। প্রথম তিন বছর মাসে মাসে মোটা অঙ্ক দেওয়া হবে। গ্রামে ব্যবসা শুরুর জন্য প্রশাসনের তরফে আলাদা একটা টাকা দেওয়া হবে। তবে প্রশাসনের তরফে জানানো হয়েছে যে বাড়িতে তাঁরা থাকবেন তার জন্য ভাড়া দিতে হবে। সেই ভাড়া কী ভাবে নেওয়া হবে সে বিষয়ে তারা এখনও ভাবনাচিন্তা করছে।
তবে পাহাড় ঘেরা এই গ্রামে যে কেউ চাইলেই থাকতে পারবেন না। তাঁকে ইতালির বাসিন্দা হতে হবে এবং ৪০ বছর বা তার চেয়ে কমবয়সি হতে হবে। ইতিমধ্যেই এমন প্রস্তাবে সাড়া দিয়ে ১৫০০ আবেদন জমা পড়েছে। কিন্তু তার থেকে মাত্র ১০টি আবেদন পত্র বা বলা ভাল ৫ দম্পতিকে বেছে নিয়েছে টাউন কাউন্সিল। তবে বাকিরা হতাশ হবেন না। মেয়র আশ্বাস দিয়েছেন, আগামীদিনে এই সংখ্যা বাড়ানো হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement