এক্সপ্লোর
আগামী সপ্তাহেই আসছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন!
রাশিয়া কিছুদিন আগে করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরি করার কথা ঘোষণা করেছে।
![আগামী সপ্তাহেই আসছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন! Corona Vaccine Prepare for Oxford covid vaccine next month, UK hospital told reports আগামী সপ্তাহেই আসছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন!](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/10/27012612/Vaccine.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
লন্ডন: আগামী সপ্তাহেই তৈরি হয়ে যাচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন! লন্ডনের একটি হাসপাতালের এক কর্মী এমনই জানিয়েছেন। ইংল্যান্ডের সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গিয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ ওই কর্মীকে জানিয়েছে, ২ নভেম্বর থেকে শুরু হতে চলা সপ্তাহেই প্রথম দফার ভ্যাকসিন চলে আসবে। তার জন্য প্রস্তুত থাকতে হবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্রে আরও জানা গিয়েছে, ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে এই ভ্যাকসিন প্রয়োগ করে দেখা গিয়েছে, বয়স্ক ব্যক্তিদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে। ফলে এই ভ্যাকসিন করোনা প্রতিরোধে কার্যকর হবে বলেই আশা করা হচ্ছে।
রাশিয়া কিছুদিন আগে করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরি করার কথা ঘোষণা করেছে। তবে সেই ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে বিভিন্ন দেশ সংশয় প্রকাশ করেছে। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন যদি সত্যিই আগামী সপ্তাহে সাধারণ মানুষের নাগালে চলে আসে, তাহলে করোনা প্রতিরোধে অনেকটা সাফল্য পাওয়া যাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
বিনোদনের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)