Arms Recovery: কার্তুজ কাণ্ডে গ্রেফতার বসিরহাটের বাসিন্দা ফারুক মল্লিক | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: কার্তুজ কাণ্ডে গ্রেফতার আরও ১ । গ্রেফতার বসিরহাটের বাসিন্দা ফারুক মল্লিক, ধৃতের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ । ধৃতের কাছ থেকে উদ্ধার ডবল ব্যারেল বন্দুক জীবনতলায় ১৯০ রাউন্ড গুলি উদ্ধার, ধৃত বে়ড়ে ৫ । 'ধৃত জীবনতলার বাসিন্দা হাজি রশিদ মোল্লার থেকে অস্ত্র কিনেছিল ফারুক' । ডবল ব্যারেল বন্দুক কি বিবাদী বাগের দোকানের? খতিয়ে দেখছে STF
বজবজে গুলি-বোমা, গ্রেফতার আরও ২
বজবজে গুলি-বোমা, গ্রেফতার আরও ২। ৪৩ জনের বিরুদ্ধে FIR হলে এখনও অধরা বাকি অভিযুক্তরা। সিন্ডিকেটের লড়াই বজবজে গুলি-বোমা, ধৃত বেড়ে ১০। ইমারতি দ্রব্যের সরবরাহের বরাত নিয়ে তৃণমূলের ২ গোষ্ঠীর লড়াই! তৃণমূল কাউন্সিলরের সঙ্গে উত্তর রায়পুর পঞ্চায়েত প্রধানের স্বামীর বিবাদ! বোমা-গুলির লড়াই, FIR-এ তৃণমূলের ৩ পঞ্চায়েত সদস্য। কাউন্সিলরের সঙ্গে সংঘাতের অভিযোগ অস্বীকার পঞ্চায়েত প্রধানের স্বামীর।
পঞ্চসায়রে EM বাইপাসের ওপর অভিজাত উপহার আবাসনের পানীয় জলে মিলল ই-কোলাই ব্য়াক্টেরিয়া। যা শরীরের মারাত্মক ক্ষতি করতে পারে। আবাসিকদের বক্তব্য়, বাসিন্দাদের মধ্য়ে কয়েকজনের পেটের সংক্রমণ হয়। এরপরই জলের নমুনা পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেন তারা। তারপরই এই ভয়ঙ্কর তথ্য় সামনে আসে।



















